আরও পড়ুন: ‘কেমন আছো অনুব্রত?’, জানতে অবশেষে তিহাড়ে হাজির দুই তৃণমূল সাংসদ! কী কথা হল?
অসম থেকে শিলিগুড়িতে পাচারের সময় প্রচুর পরিমাণ নিষিদ্ধ গাঁজা আটক করল আলিপুরদুয়ার জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সলসলাবাড়ি মোড় এলাকায় একটি ছোট গাড়ি আটক করে পুলিশ। সেই গাড়ি থেকেই ২৩ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। পুলিশ গাড়িতে থাকা দু’জনকে আটক করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে গাড়িটি অসম থেকে আসছিল। গন্তব্য ছিল শিলিগুড়ি।
advertisement
উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ থেকে দেশের নানান প্রান্তে বিপুল পরিমাণ গাঁজা পাচার হয় থাকে। এই ঘটনাতেও আলিপুরদুয়ার পুলিশের অনুমান, অরুণাচল প্রদেশ থেকেই অসম হয়ে শিলিগুড়িতে পাচার হচ্ছিল গাঁজা। এই পথ ধরে আরও গাঁজা রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।তাই অসম সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারি শুরু হয়েছে।
অনন্যা দে