Anubrata Mondal | Tihar Jail: ‘কেমন আছো অনুব্রত?’, জানতে অবশেষে তিহাড়ে হাজির দুই তৃণমূল সাংসদ! কী কথা হল?
- Reported by:Rajib Chakraborty
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বৃহস্পতিবারই গরুপাচার মামলায় সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। একইসঙ্গে কার্যত স্থগিত হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানিও। সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাওয়ার কারণে আগামী এক মাসে আর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। ফলে জুন মাসও কার্যত তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত ও সুকন্যাকে।
নয়াদিল্লি: অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তিহাড়ে গেলেন তৃণমূলের দুই সাংসদ। এদিন কেষ্টর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি, দল যে তাঁর পাশে রয়েছে, সেই বার্তাও এই দুই সাংসদ তাঁর কাছে পৌঁছে দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
অনুমতি আগে থেকে নেওয়াই ছিল৷ শুক্রবার বেলা ১১টা নাগাদ তিহাড়ে পৌঁছন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বোলপুরের সাংসদ অসিত মাল৷ রাজ্যের শাসকদলের তরফে আনুষ্ঠানিক ভাবে অবশ্য এই বিষয়ে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: হঠাৎ করেই মোটরবাইকে উঠে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাথায় সাদা হেলমেট, ভিডিও ভাইরাল
বৃহস্পতিবারই গরুপাচার মামলায় সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। একইসঙ্গে কার্যত স্থগিত হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানিও। সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাওয়ার কারণে আগামী এক মাসে আর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। ফলে জুন মাসও কার্যত তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত ও সুকন্যাকে।
advertisement
advertisement
সুকন্যা মন্ডলের জামিন সংক্রান্ত মামলার শুনানি হয় গত শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে। আইনজীবীরা বিভিন্ন তথ্যের ভিত্তিতে আদালতের কাছে জামিন আর্জি জানান।
সেদিন সুকন্যার আইনজীবী বলেন, ইডির চার্জশিটে রয়েছে গরু পাচার মামলায় ধৃত বিএসএফের (BSF) ক্যাপ্টেন সতীশ শর্মার স্ত্রী তানিয়া সান্যালের নামও। কিন্তু তাকে তো গ্রেফতার করা হয়নি। বাবা অনুব্রত মণ্ডল বলেই গ্রেফতার করা হয়েছে সুকন্যা মন্ডলকে? গত এক বছর ধরে চিকিৎসা চলছে সুকন্যার। তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে জুন মাসে। সেই কারণ দেখিয়ে জামিনের আর্জি জানানো হয় আদালতে। যা খারিজ হয়ে যায় বৃহস্পতিবার।
advertisement
আরও পড়ুন: কাঠের গুদামে হঠাৎ আগুন, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন, পৌঁছলেন পুর চেয়ারম্যান
অন্যদিকে, এদিন আদালতে ধাক্কা খেয়েছেন অনুব্রত মণ্ডলও। দিল্লি হাইকোর্টে তিনি জামিনের আর্জি জানিয়েছিলেন। বৃহস্পতিবার সেই আর্জির শুনানি হয়নি।রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত জানিয়েছিলেন তার শরীর ভালো নয়। জেলের বাইরে বেরিয়ে চিকিৎসার প্রয়োজন। সেই শুনানিও পিছিয়ে গিয়েছে গরমের ছুটির কারণে। তাই আপাতত তিহাড়েই ঠাঁই পিতাপুত্রীর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
Jun 02, 2023 11:48 AM IST










