আলিপুরদুয়ারে সাহেব রায়ের বাড়ি এগারো হাত কালিবাড়ির সামনে। ছোট থেকেই ক্যারাটে শিখছে সে।প্রথমে জেলায় ছোটখাটো ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিত সে। সেখান থেকে মেলে সাফল্য। এরপর জেলাস্তরে সোনার পদক পেয়েছিল সাহেব। রাজ্যস্তরের প্রতিযোগিতায় মেলে রূপোর পদক। ২০২২ বেঙ্গল অলিম্পিকে রূপোর পদক পেয়ে আলিপুরদুয়ারের নাম উজ্জ্বল করেছে সে।
advertisement
আরও পড়ুনঃ হাতির হানায় ক্ষতিগ্রস্ত ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের শ্রমিক মহল্লা
থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশীপে ক্যারাটে ইণ্ডিয়া অর্গানাইজেশনের হয়ে অংশগ্রহণ করতে চলেছে সাহেব রায়। আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় আলিপুরদুয়ারের মুখ উজ্জ্বল করা একমাত্র লক্ষ্য বলে জানায় সাহেব রায়। সাহেব জানায়, \"কঠোর অনুশীলন করা হয়েছে।কোনও খামতি ছিল না। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় সাফল্য মিললে খুব খুশি হব।\"
আরও পড়ুনঃ পুজোর আগেই বুকিং ফুল জলদাপাড়া সরকারি ট্যুরিস্ট লজে!
এদিকে ছাত্রের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে কোচ সপ্তপর্ণী চক্রবর্তীর। তিনি জানান, \"ক্যারাটের সব রকম কৌশল শেখানো হয়েছে সাহেবকে নিজের অভিজ্ঞতাথেকে।সাহেবের ওপর বিশ্বাস রয়েছে। ও পারবে। সাহেবের সাফল্য কামনা করছি।\" বুধবার বিকেলে ট্রেনে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় সাহেব রায় ও তার কোচ সপ্তপর্ণী চক্রবর্তী। কোচ সপ্তপর্ণী চক্রবর্তীর মতে অনেক ঘাত প্রতিঘাত আসবে। তবে সাহেবের মনোবল ভাঙতে না দেওয়া তার লক্ষ্য। বিদেশের মাটিতে সাহেবের জয় দেখতে তিনি যাচ্ছেন।
Annanya Dey





