বনদফতরের পক্ষ থেকে ক্ষতিপূরণের আশ্বাস মিলেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। তবুও বনকর্মীদের রাতের বেলায় টহলদারির আর্জি জানিয়েছেন তারা। নয়তো, তাদের বনদফতরের পক্ষ থেকে সার্চলাইট,বাজি দেওয়ার আর্জি জানিয়েছেন তারা। কারণ বাজি ফাটালে হাতির আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায় বলে জানান শ্রমিক মহল্লার বাসিন্দারা। এর আগেও ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় হাতির হামলা চলে। হাতির হামলায় জর্জরিত ফালাকাটা ব্লকের বাসিন্দারা পথ অবরোধ করেছিল গত ২৭ জুলাই। হাতির আক্রমণে প্রায় ২০ টির বেশি ঘর ভাঙা পরে। নিরুপায় ক্ষতিগ্রস্তরা রাস্তা অবরোধে সামিল হন।
advertisement
আরও পড়ুনঃ পর্যটকদের জন্য শীঘ্রই খুলবে বক্সা ফোর্টের দরজা
ফালাকাটা ব্লকের ধনিরামপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের শিশাবাড়ি সরুগাও এলাকায় গভীর রাতে ৩/৪ টি হাতির দল ব্যাপক তাণ্ডব চালাত। যদিও এখনও থামেনি হানার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট এলাকার পৃথক ছয়টি পরিবারের ঘরের বেড়া ভেঙে দিয়েছে ওই হাতি গুলি। শুধু তাই নয়, ঘরে মজুত রাখা খাবারও সাবার করে দেয় হাতি গুলি। এদিকে ওই ঘটনার জেরে ফালাকাটা ব্লকের গদীখানা মোড় এলাকায় পথ অবরোধে সামিল হয়।
আরও পড়ুনঃ পুজোর আগেই বুকিং ফুল জলদাপাড়া সরকারি ট্যুরিস্ট লজে!
ওই অবরোধের জেরে সড়কের দুদিকে যানজটের সৃষ্টি হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জটেশ্বর ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে আসেন ফালাকাটা থানার আই সি। দলগাঁও রেঞ্জের বন কর্মীও। পরে বন দফতরের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়। ক্ষতিগ্রস্তরা সরকারি সহযোগিতার পাশাপাশি হাতির হামলা থেকে বাঁচার সুনির্দিষ্ট কোনও ব্যবস্থা করারও আর্জি জানিয়েছেন তারা।
Annanya Dey






