পুজোয় যাতে নিয়ম, শৃঙ্খলা বজায় থাকে তার জন্য প্রশাসনিক স্তরের বৈঠক হল আলিপুরদুয়ারে। বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার মহকুমা শাসক বিপ্লব সরকার।পুজো নিয়ে নানা গাইডলাইন জানান হয় পুজো কমিটিগুলিকে। দর্শনার্থীদের ভিড় সবসময় লেগে থাকে মন্ডপে।তাই সকলেই যাতে সুষ্ঠুভাবে পুজো দেখতে পারেন সেই ব্যবস্থা করতে বলা হয়েছে পুজো কমিটিগুলিকে। প্রয়োজনে ভলেন্টিয়ারের সংখ্যা বাড়াতে বলা হয়েছে পুজো কমিটিগুলিকে।
advertisement
আরও পড়ুন: খুদেদের নিয়ে বিজ্ঞানমেলা! নজর কাড়ল তাদের তৈরি দূরবীন
বিশেষভাবে সক্ষম যারা পুজো দেখতে আসবেন তাঁদের যেনও অসুবিধার মুখে না পড়তে হয় তা খেয়াল রাখতে হবে পুজো কমিটিগুলিকে। বড় মন্ডপের ভেতর পাঁচটি অগ্নিনির্বাপক যন্ত্র রাখতেই হবে।গতবছরের পুজোয় প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ভেঙে পড়েছিল শহরের একটি নামি পুজোর মন্ডপ। এবারে মন্ডপের উচ্চতার দিকে খেয়াল রাখতে বলা হয়েছে।
আরও পড়ুন: এমন চমক কোথাও দেখেননি, দমদমের এই পুজোতে গেলে খুঁজে পাবেন নিজেকে! রহস্যটা কী?
এদিনের বৈঠক নিয়ে মহকুমা শাসক বিপ্লব সরকার জানান, “পুজো উদ্যোক্তাদের বিভিন্ন নিয়ম নিয়ে অবগত করান হয়েছে। পুজো মণ্ডপে উচ্চস্বরে মাইক বাজান যাবে না।পুজো মণ্ডপের উচ্চতা বেশি করা যাবেনা। যারা প্রতিমা ও মন্ডপের উচ্চতা বেশি করেছেন সেখানে বিশেষ নজর রাখবে প্রশাসন।”
Annanya Dey