TRENDING:

Durga Puja 2023: প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে বিশাল উঁচু প্যান্ডেল করা ‌যাবেনা! জানিয়ে দিল জেলা প্রশাসন

Last Updated:

প্রাকৃতিক বিপর্যয়ে পুজোর আনন্দ যেনও নষ্ট না হয়, তার জন‍্য প্রশাসনিক বৈঠকের আয়োজন হল আলিপুরদুয়ারে। এই বৈঠকে ডাকা হয়েছিল জেলার প্রতিটি ক্লাবের সদস‍্যদের। পুলিশ,দমকল,ব‍্যবসায়ীরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। হাতে আর গোনা কয়েকটা দিন। তারপরেই শুরু হবে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: প্রাকৃতিক বিপর্যয়ে পুজোর আনন্দ যেনও নষ্ট না হয়, তার জন‍্য প্রশাসনিক বৈঠকের আয়োজন হল আলিপুরদুয়ারে। এই বৈঠকে ডাকা হয়েছিল জেলার প্রতিটি ক্লাবের সদস‍্যদের। পুলিশ,দমকল,ব‍্যবসায়ীরাও উপস্থিত ছিলেন এই বৈঠকে। হাতে আর গোনা কয়েকটা দিন। তারপরেই শুরু হবে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো।
advertisement

পুজোয় যাতে নিয়ম, শৃঙ্খলা বজায় থাকে তার জন‍্য প্রশাসনিক স্তরের বৈঠক হল আলিপুরদুয়ারে। বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার মহকুমা শাসক বিপ্লব সরকার।পুজো নিয়ে নানা গাইডলাইন জানান হয় পুজো কমিটিগুলিকে। দর্শনার্থীদের ভিড় সবসময় লেগে থাকে মন্ডপে।তাই সকলেই যাতে সুষ্ঠুভাবে পুজো দেখতে পারেন সেই ব‍্যবস্থা করতে বলা হয়েছে পুজো কমিটিগুলিকে। প্রয়োজনে ভলেন্টিয়ারের সংখ‍্যা বাড়াতে বলা হয়েছে পুজো কমিটিগুলিকে।

advertisement

আরও পড়ুন: খুদেদের নিয়ে বিজ্ঞানমেলা! নজর কাড়ল তাদের তৈরি দূরবীন

বিশেষভাবে সক্ষম যারা পুজো দেখতে আসবেন তাঁদের যেনও অসুবিধার মুখে না পড়তে হয় তা খেয়াল রাখতে হবে পুজো কমিটিগুলিকে। বড় মন্ডপের ভেতর পাঁচটি অগ্নিনির্বাপক যন্ত্র রাখতেই হবে।গতবছরের পুজোয় প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ভেঙে পড়েছিল শহরের একটি নামি পুজোর মন্ডপ। এবারে মন্ডপের উচ্চতার দিকে খেয়াল রাখতে বলা হয়েছে।

advertisement

আরও পড়ুন: এমন চমক কোথাও দেখেননি, দমদমের এই পুজোতে গেলে খুঁজে পাবেন নিজেকে! রহস্যটা কী?

এদিনের বৈঠক নিয়ে মহকুমা শাসক বিপ্লব সরকার জানান, “পুজো উদ‍্যোক্তাদের বিভিন্ন নিয়ম নিয়ে অবগত করান হয়েছে। পুজো মণ্ডপে উচ্চস্বরে মাইক বাজান যাবে না।পুজো মণ্ডপের উচ্চতা বেশি করা যাবেনা। যারা প্রতিমা ও মন্ডপের উচ্চতা বেশি করেছেন সেখানে বিশেষ নজর রাখবে প্রশাসন।”

advertisement

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Durga Puja 2023: প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে বিশাল উঁচু প্যান্ডেল করা ‌যাবেনা! জানিয়ে দিল জেলা প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল