TRENDING:

Alipurduar News: বুনো হাতির হানায় শামুকতলায় জখম এক বৃদ্ধ

Last Updated:

বুনো হাতির হানায় জখম বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত প্রত‍্যন্ত এলাকা বড় চৌকির বস এলাকায়। বৃহস্পতিবার সকালে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বুনো হাতি বেরিয়ে লোকালয়ে চলে আসে বুনো হাতি এলাকার বাসিন্দা কৃষক ৮৮ বছরের সুখদেব রায়ের উপর আক্রমণ চালায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : বুনো হাতির হানায় জখম বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত প্রত‍্যন্ত এলাকা বড় চৌকির বস এলাকায়। বৃহস্পতিবার সকালে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বুনো হাতি বেরিয়ে লোকালয়ে চলে আসে বুনো হাতি এলাকার বাসিন্দা কৃষক ৮৮ বছরের সুখদেব রায়ের উপর আক্রমণ চালায়। এলাকার বাসিন্দা সুখদেব রায়কে মারাত্মক জখম অবস্থায় জমির উপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার দেহের আশেপাশে হাতির পায়ের ছাপ দেখতে পান তারা। এলাকার বাসিন্দারা ও পরিবারের সদস্যরা সুখদেব রায়কে উদ্ধার করে প্রথমে শামুকতলা হাসপাতালে নিয়ে যায়।
advertisement

পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় সেখান থেকে তাকে আলিপুরদুয়ার হাসপাতালে রেফার করা হয়। জানা যায় সুখদেব রায় এর হাত ভেঙ্গেছে মুখে ও শরীরে বিভিন্ন অংশে আঘাত রয়েছে। ঘটনাস্থলে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌঁছায়। আহতকে বন দফতরের তরফে চিকিৎসা করা হবে বলে জানা গিয়েছে। শীতের শুরুতেই বন্যপ্রাণীরা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছে এলাকায়। অনুমান পাকা ধান,শাকসবজির টানেই লোকালয়মুখী হচ্ছে বন্যপ্রাণীরা। বিশেষ করে সন্ধ্যেবেলা থেকে ভোর অবদি জঙ্গল সংলগ্ন এলাকায় বন্য জীবজন্তুর তাণ্ডব লক্ষ্য করা যায়।

advertisement

আরও পড়ুনঃ স্মার্ট ক্লাসরুমে পড়াশুনোয় নতুন গতি জটেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে

বিশেষ করে হাতির উপদ্রব বেড়েই চলছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায়। হাতির মুখে পড়লেই জীবন যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদের। এদিকে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সকলে। হাতি তাড়াতে অক্ষম বনকর্মীরা বলে অভিযোগ জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দাদের। অনেক সময় হাতি তাড়াতে অগ্রণী ভূমিকা নিয়ে থাকে গ্রামবাসীরা বলে জানা যায়। কিন্তু সেখানে বনকর্মীরা উপস্থিত থাকলেও তাদের ভূমিকা তেমন থাকে না বলে জানা যায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বুনো হাতির হানায় শামুকতলায় জখম এক বৃদ্ধ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল