পরিস্থিতি আশঙ্কাজনক থাকায় সেখান থেকে তাকে আলিপুরদুয়ার হাসপাতালে রেফার করা হয়। জানা যায় সুখদেব রায় এর হাত ভেঙ্গেছে মুখে ও শরীরে বিভিন্ন অংশে আঘাত রয়েছে। ঘটনাস্থলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌঁছায়। আহতকে বন দফতরের তরফে চিকিৎসা করা হবে বলে জানা গিয়েছে। শীতের শুরুতেই বন্যপ্রাণীরা জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছে এলাকায়। অনুমান পাকা ধান,শাকসবজির টানেই লোকালয়মুখী হচ্ছে বন্যপ্রাণীরা। বিশেষ করে সন্ধ্যেবেলা থেকে ভোর অবদি জঙ্গল সংলগ্ন এলাকায় বন্য জীবজন্তুর তাণ্ডব লক্ষ্য করা যায়।
advertisement
আরও পড়ুনঃ স্মার্ট ক্লাসরুমে পড়াশুনোয় নতুন গতি জটেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে
বিশেষ করে হাতির উপদ্রব বেড়েই চলছে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায়। হাতির মুখে পড়লেই জীবন যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিদের। এদিকে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সকলে। হাতি তাড়াতে অক্ষম বনকর্মীরা বলে অভিযোগ জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দাদের। অনেক সময় হাতি তাড়াতে অগ্রণী ভূমিকা নিয়ে থাকে গ্রামবাসীরা বলে জানা যায়। কিন্তু সেখানে বনকর্মীরা উপস্থিত থাকলেও তাদের ভূমিকা তেমন থাকে না বলে জানা যায়।
Annanya Dey