TRENDING:

Alipurduar News: নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক ঢুকে পড়ল ধাবায়! ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু

Last Updated:

মঙ্গলবার সাত সকালে এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। এলাকায় ছেয়ে রয়েছে আতঙ্কের পরিবেশ। সকাল প্রায় আটটা থেকে সাড়ে আটটার দিকে এশিয়ান হাইওয়ের ধারে ধাবার ওপর উলটে পড়ে একটি ইউরিয়া বোঝাই ট্রাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : মঙ্গলবার সাত সকালে এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। এলাকায় ছেয়ে রয়েছে আতঙ্কের পরিবেশ। সকাল প্রায় আটটা থেকে সাড়ে আটটার দিকে এশিয়ান হাইওয়ের ধারে ধাবার ওপর উলটে পড়ে একটি ইউরিয়া বোঝাই ট্রাক। ঘটনাস্থলে ট্রাকের নীচে চাপা পড়ে যায় ছয়জন।এরমধ্যে একজন অন্তসত্ত্বা মহিলা ছিলেন। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। মঙ্গলবার সকালে মাদারিহাট হাইস্কুল চৌপথিতে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অসমের ডিব্রুগড় থেকে ইউরিয়া বোঝাই একটি লরি উত্তরপ্রদেশে যাচ্ছিল।
advertisement

৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের মাদারিহাট হাইস্কুল চৌপথিতে এসে দ্রুত গতির লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ধাবার উপর উলটে যায়। দুর্ঘটনায় পূর্ণ আর্য এবং রাজকুমার রায় নামে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পূর্ণ আর্য ছিলেন ধাবা কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ। ধাবার মালিক সজল রায় সুরক্ষিত রয়েছেন। তার অন্তসত্ত্বা স্ত্রী সুরক্ষিত রয়েছেন।

advertisement

আরও পড়ুনঃ ফেন্সিং-এর তার ছিঁড়ে পড়ায় কালচিনিতে বেড়েছে হাতির উপদ্রব!

প্রত্যক্ষদর্শীদের মতে, তারা হঠাৎই একটি আওয়াজ শুনে থমকে যান। মিনিট দুয়েক এর জন্য কিছু বুঝে উঠতে পারছিলেন না তারা। তারপর দেখেন ধাবার ওপর উল্টে পড়েছে গাড়ি। সঙ্গে সঙ্গে দৌড়ে যান এলাকার যুবকেরা। ধাবার মালিক সজল রায়, তার স্ত্রী সহ আরও দুজনকে উদ্ধার করতে সক্ষম হন তারা। পরে পুলিশ এসে সিভিল ডিফেন্সের সহায়তায় বাকি দুজনকে উদ্ধার করে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। এদিকে ঘটনার ভয়াবহতা এখনও চোখেমুখে বসে রয়েছে ধাবার মালিক সজল রায়ের।

advertisement

View More

আরও পড়ুনঃ ঝর্না ঝোরার জল বেড়ে যাওয়ায় ঘুম উড়েছে জয়গাঁবাসীর!

 

 

তিনি জানানসকালে চা বসানো হয়েছিল ধাবায়। তার স্ত্রী ধাবায় এসেছিলেন। একজন এসেছিলেন চা খেতে। তার ধাবার এক কর্মী বাইরে ডাল ধুয়ে রাখছিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে পণ্যবাহী ট্রাক হুড়মুড়িয়ে পড়ে তার ধাবার ওপর। দম বন্ধ হয়ে আসছিল। এলাকার যুবকেরা সাহায্য না করলে তারা মারা যেতেন। এদিকে এলাকাবাসীদের অভিযোগ অসমের দিক থেকে এই পণ্যবাহী গাড়িগুলি এভাবেই দ্রুতগতিতে এসে দুর্ঘটনা ঘটায়। প্রশাসনের বিষয়টি দেখা উচিত বলে দাবি তাদের।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাক ঢুকে পড়ল ধাবায়! ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল