Alipurduar News: ফেন্সিং-এর তার ছিঁড়ে পড়ায় কালচিনিতে বেড়েছে হাতির উপদ্রব!

Last Updated:

ফেন্সিং এর পরিস্থিতি বেহাল। বিভিন্ন জায়গায় তার ছিঁড়ে রয়েছে। যার ফলে হাতিদের অবাধ প্রবেশ বাড়ছে গ্রামে। দুশ্চিন্তায় কালচিনির গোপালবাহাদুর বস্তির বাসিন্দারা। সম্প্রতি কালচিনি ব্লকের বিভিন্ন স্থান থেকে মিলছে হাতির হানার খবর।

+
title=

#আলিপুরদুয়ার : ফেন্সিং এর পরিস্থিতি বেহাল। বিভিন্ন জায়গায় তার ছিঁড়ে রয়েছে। যার ফলে হাতিদের অবাধ প্রবেশ বাড়ছে গ্রামে। দুশ্চিন্তায় কালচিনির গোপালবাহাদুর বস্তির বাসিন্দারা। সম্প্রতি কালচিনি ব্লকের বিভিন্ন স্থান থেকে মিলছে হাতির হানার খবর। বৃষ্টির রাতে হাতি চলে আসছে গ্রামে। ঘরবাড়ি ভাঙচুর থেকে শুরু করে সুপারি বাগান, চাষের জমিতে অত্যাচার চালাচ্ছে হাতি। কখনও একটি হাতি আবার কখনও হাতির দল এলাকায় ঢুকে পড়ছে। জীবন নিয়ে সংশয় দেখা দিচ্ছে গ্রামবাসীদের মধ্যে। কারণ হাতির দল যখন এলাকায় ঢোকে সেসময় রাত অনেকটাই গভীর থাকে। সজাগ না থাকলেই জীবনহানির ঘটনা ঘটতে পারে।
গোপালবাহাদুর এলাকার বাসিন্দারা জানান, প্রায় তিনবছর আগে বনদফতরের পক্ষ থেকে হাতির হানা রুখতে গ্রামের চারপাশ ঘিরে দেওয়া হয়েছিল ব্যাটারি চালিত ফেন্সিং দিয়ে। প্রায় আটমাস থেকে ফেন্সিংগুলি ছিঁড়ে পড়ে রয়েছে। এ বিষয়ে বনদফতরে জানাতে গেলে বারবার শুধু জানান হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। শীঘ্রই ফেন্সিং ঠিক করা হবে। তারপর আর ঠিক হয়নি ফেন্সিং।
advertisement
advertisement
 
এদিকে হাতির হানার ঘটনা বেড়েই চলেছে এলাকায়। এলাকায় বনকর্মীদের টহলদারির দাবি জানালেও তা বিশেষ কানে তোলেন না বনদফতর। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় গাড়ির অভাবে এলাকায় টহল দেওয়া যায় না। এদিকে দিন প্রতিদিন হাতির উপদ্রব বেড়ে চলায় অতিষ্ঠ এলাকাবাসীরা। এলাকায় কখন কার প্রাণ চলে যাবে,তা বুঝে উঠতে পারছেন না তারা।
advertisement
আরও পড়ুনঃ ঝর্না ঝোরার জল বেড়ে যাওয়ায় ঘুম উড়েছে জয়গাঁবাসীর!
ছিঁড়ে পড়ে থাকা ফেন্সিং এর তারগুলি নিজেরা উঠিয়ে জুড়ে দেওয়ার চেষ্টা করেন তারা। যদিও তাতে কোনও লাভ হবে না বলে মনে করেন তারা। তবুও শেষ চেষ্টা চালিয়ে যান তারা। অনেকে আবার রেশন সামগ্রী নিয়ে আসা ছেড়ে দিয়েছেন। কারণ রেশন সামগ্রীর টানেও ছুটে আসে হাতিগুলি। তা সাবাড় করে দিয়ে যায়।
advertisement
 
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ফেন্সিং-এর তার ছিঁড়ে পড়ায় কালচিনিতে বেড়েছে হাতির উপদ্রব!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement