বন দফতর ও পুলিশ এই কাঠ পাচার ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করছে। মাঝে মাঝে সাফল্যও মিলছে। তবে এই বেআইনি কারবার পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। আর তা যে সম্ভব হয়নি শনিবার হাতে গরম সেই প্রমাণ মিলল। এদিন সকালে চিঞ্চুলা চা বাগানের ভেতর থেকে লক্ষাধিক টাকা মূল্যের চোরাই সেগুন কাঠ উদ্ধার করল বন দফতর।
advertisement
আরও পড়ুন: দামি সাইকেল চুরি চক্রের মূল পান্ডা গ্রেফতার
আলিপুরদুয়ারের এই চা বাগানের ঝোপের ভেতর থেকে উদ্ধার হওয়া দামী সেগুন কাঠের পরিমাণ ৩৫ সিএফটি। গোপন সূত্রে খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা এখানে হানা দিয়ে এই বেআইনি কাঠ উদ্ধার করে। উদ্ধার করা কাঠ বন দফতরের পানা রেঞ্জে নিয়ে যাওয়া হয়।
অপরদিকে আলিপুরদুয়ার-১ ব্লকের পাটকাপাড়া এবং বঞ্চুকামারী এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার চোরাই শালকাঠ উদ্ধার করে বন দফতর। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে চোরাই শাল কাঠ বোঝাই একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করেন বনকর্মীরা। সেখান থেকেই এই বিপুল পরিমাণ কাঠ উদ্ধার হয়।
এদিকে বঞ্চুকামারী এলাকা থেকে চোরাইকাঠ বোঝাই একটি গাড়ি ও একটি সাইকেল আটক করেছে বনকর্মীরা। এই ঘটনাতেও দু’জন গ্রেফতার হয়েছে। এখানে উদ্ধার হওয়া কাঠের বাজারমূল্য ২ লক্ষ টাকা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে চোরাই কাঠ উদ্ধার ও গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।
অনন্যা দে