North 24 Parganas News: দামি সাইকেল চুরি চক্রের মূল পান্ডা গ্রেফতার
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:ARUN GHOSH
Last Updated:
চুরির কিনারা করার জন্য গঠিত তদন্তকারী দল ফাঁদ পাতে। আর তাতেই পা দেয় গোটা চক্রের মূল পান্ডা।
উত্তর ২৪ পরগনা: বেশ কিছুদিন ধরে সোদপুর, পানিহাটি, খড়দহ, টিটাগর, আগরপাড়ায় দামি দামি সাইকেল চুরির ঘটনা ঘটছে। কার্যত গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়েই এই সাইকেল চুরির বাড়বাড়ন্ত দেখা দেয়। তদন্তে নেমে সাইকেল পাচারকারী চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করল খড়দহ থানা। ধৃতের নাম বিশ্বজিৎ গুপ্ত ওরফে মন্টু। গ্রেফতার করার সময় তার কাছ থেকে ১০ টি দামি সাইকেল ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: পড়ার অভ্যেস ফেরাতে বই বিলি
খড়দহ থানার পুলিশ অফিসার রাজকুমার সরকারের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম গঠন করা হয়েছিল এই সাইকেল চুরি ও পাচারের কিনারা করার জন্য। সেই তদন্তকারী দলের হাত ধরেই মিলল সাফল্য। পাচার চক্রের মূল পান্ডা বিশ্বজিৎ গুপ্তকে রাসমনি মোড় থেকে সশস্ত্র গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর, তাদের অন্তর্গত থানাগুলিতে প্রতিদিনই বেশ কিছু করে সাইকেল চুরির অভিযোগ আসছিল। বিশেষ করে দামি সাইকেল চুরির ঘটনা হঠাৎই বেড়ে যায়। এই চুরির কিনারা করার জন্য গঠিত তদন্তকারী দল ফাঁদ পাতে। আর তাতেই পা দেয় গোটা চক্রের মূল পান্ডা। তবে মূল পান্ডা মন্টুকে গ্রেফতার করলেও অত্যাধুনিক লক লাগানো সাইকেল সে ও তার দলবল কীভাবে চোখের নিমেষে হাওয়া করে দিত তা বুঝে উঠতে পারছে না পুলিশ। পুলিশের অনুমান এই পাচার চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত আছে। তাদের সন্ধান পেতে মন্টুকে জেরা করা হচ্ছে। এদিকে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার বিষয়টি চিন্তার ভাঁজ ফেলেছে অভিজ্ঞ পুলিশকর্তাদের কপালে।
advertisement
অরুণ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2023 6:11 PM IST