এবিষয়ে সাংসদ সুকান্ত মজুমদার জানান, “রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এ বিষয়ে জানানোর পর তিনি এদিন চিঠি দিয়ে বলেন বালুরঘাট-হিলি রেলের জমি অধিগ্রহণ যতদূর পর্যন্ত হয়েছে সেই জমিতে লাইন পাতার কাজ শুরু করা হবে, বাকি জমি অধিগ্রহণের কাজ হবে। অপরদিকে বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেল সম্প্রসারণে জমি অধিগ্রহণের টাকা বরাদ্দ করেছে রেল, দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু হবে।”
advertisement
আরও পড়ুন: চুল্লি, শেড, শৌচাগার তৈরিতে কারচুপি! শ্মশানের উন্নয়নেও এবার ‘টাকা মারা’র অভিযোগ
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সূত্রের খবর, বুনিয়াদপুর-কালিয়াগঞ্জ রেল প্রকল্প দুই দিনাজপুর জেলার জন্যই অত্যন্ত জরুরী। জেলাবাসীর দাবি, মাত্র ৩৩.১০ কিমি বিস্তৃত এই রেলপথ চালু হলে জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন। বালুরঘাট-নিউ জলপাইগুড়ি এবং পরবর্তীতে হিলি রুটের ট্রেন চালু হলে সেই ট্রেনগুলি বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, বারসোই হয়ে খুব অল্প সময়ের মধ্যেই শিলিগুড়ি পৌঁছনো সম্ভব।
রেলমন্ত্রী বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক পালকে চিঠি দিয়ে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর জমি অধিগ্রহণের কাজ এবং বালুরঘাট-হিলি রেল লাইন পাতার কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন। সবমিলিয়ে বন্ধ হয়ে যাওয়া রেল প্রকল্পের কাজ নতুনভাবে শুরু হওয়ায় খুশি জেলার মানুষ।
সুস্মিতা গোস্বামী