কলকাতা: শিলিগুড়ি-মিরিক যোগাযোগ পুনরায় চালু হতে থাকছে না বাধা। হিউম পাইপ দিয়ে রাস্তার কাজ সম্পূর্ণ করা হল, ফেসবুকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি সমাজমাধ্যমের একটি পোস্টে লেখেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে দুধিয়ায় বিকল্প হিউম পাইপ সেতু (ভেন্টেড কজওয়ে) নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে, যা মিরিককে শিলিগুড়ির সাথে সংযুক্ত করে। আগামীকাল থেকে এই সেতু দিয়ে স্বাভাবিক যান চলাচল শুরু হবে‘।
advertisement
৪৬৮ মিটার দীর্ঘ এই সেতুটির, যার ৮ মিটার প্রস্থের ৭২ মিটার হিউম পাইপ কজওয়ে রয়েছে, ১২০০ মিমি ব্যাসের ১৩২টি হিউম পাইপ ব্যবহার করে নির্মিত হয়েছে ওই সেতুটি। চলতি মাসের ১০ অক্টোবর তারিখে শুরু হওয়া এই সেতুটি নির্মাণ করতে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হয়ে নির্মাণকর্মীদের। মুখ্যমন্ত্রী লিখেছেন, “চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সার্বক্ষণিক প্রচেষ্টার মাধ্যমে ১৬ দিনের মধ্যে সম্পন্ন হয়েছে। ১৯৬৫ সালে নির্মিত পুরাতন সেতুটি কাঠামোগত ভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল এবং তাই পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই ৫৪ কোটি টাকা ব্যয়ে একটি নতুন সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে, যা বর্তমানে পুরোদমে এগিয়ে চলছে“।
এই সেতু তৈরির জন্য কাজের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রীও। তিনি লেখেন, “১৬ দিনের রেকর্ড সময়ে এই চ্যালেঞ্জিং কাজটি সম্পন্ন করার জন্য, এই গুরুত্বপূর্ণ সংযোগটি পুনরুদ্ধার করার এবং স্থানীয় বাসিন্দা এবং যাত্রীদের জন্য উল্লেখযোগ্য স্বস্তি বয়ে আনার জন্য আমি পশ্চিমবঙ্গের গণপূর্ত বিভাগ (PWD) এর প্রশংসনীয় কাজের জন্য গভীরভাবে কৃতজ্ঞ“।
