Red Volunteers: ভোটের খাতায় যারা শূন্য তারাই হাঁকাচ্ছে সেঞ্চুরি! ময়নাগুড়িতে যা করল রেড ভলান্টিয়াররা! মুখে হাসি বহু পরিবারের
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Red Volunteers: বন্যা বিধ্বস্ত ময়নাগুড়িতে থেকে শুরু করে বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানে মানুষের পাশে দাঁড়াল সিপিএমের নেতাকর্মীরা। টুন্ডু এলাকায় সিপিআই(এম)-এর উদ্যোগে বসানো হল পানীয় জলের নলকূপ।
ময়নাগুড়ি, জলপাইগুড়ি, সুরজিৎ দে: বন্যা বিধ্বস্ত ময়নাগুড়িতে থেকে শুরু করে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধানে মানুষের পাশে দাঁড়াল ভোটের ব্যালটে যারা শূন্য। বন্যা কেটে যাওয়ার বহুদিন পেরিয়ে গেলেও ময়নাগুড়ি ব্লকের টুন্ডু, বামনডাঙ্গা-সহ একাধিক এলাকায় এখনও পানীয় জলের সমস্যা রয়েছে। সেই সমস্যা স্থায়ী ভাবে সমাধানে এগিয়ে এল সেই দল, যাদের রাজনৈতিক প্রভাব এখন প্রায় শূন্য, সেই রেড ভলান্টিয়ার।
বন্যার প্রথম দিন থেকেই এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন সিপিআইএম দলের কর্মী ও নেতারা। টুন্ডু এলাকায় সিপিআই(এম)-এর উদ্যোগে এবার বসানো হল পানীয় জলের নলকূপ। ফলে বহু পরিবারের মুখে ফিরল হাসি।
আরও পড়ুনঃ সাপও মরবে আর লাঠিও ভাঙবে না! হাতি ও পাখির উপদ্রব থেকে ধানের ফসল বাঁচাতে দারুণ বুদ্ধি! পরিবেশবান্ধব পদ্ধতিটি জেনে নিন
এদিন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে উপস্থিত হন সারা ভারত খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সরদার। তিনি আমগুড়ি, টুন্ডু, বামনডাঙ্গা ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষের অবস্থা। পরবর্তীতে সিপিআই(এম)-এর পক্ষ থেকে চালু হয়েছে ‘আমাদের রান্নাঘর’ ও ‘হামারি রসোই’ উদ্যোগ। প্রতিদিন শতাধিক মানুষ সেখানে পাচ্ছেন রান্না করা খাবার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে জেলা সম্পাদক পীযূষ মিশ্র বলেন, ‘নিজেরাই উদ্যোগ নিয়েছি জল সমস্যার স্থায়ী সমাধানে। জলের বোতল নয় স্থায়ীভাবে নলকূপ বসানো হয়েছে যাতে মানুষের সুবিধা হয়’। অন্যদিকে, জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষ থেকে শনিবার চিকিৎসা ও ত্রাণ শিবিরের আয়োজন করা হয় রামসাই, কুল্লাপাড়া ও হেগলাপাতা অঞ্চলে। সেখানে চিকিৎসা পরিষেবা দেন ৫ জন চিকিৎসক ও ২২ জন স্বেচ্ছাসেবক। ভোটের খাতায় যারা শূন্য আজ তারাই মানুষের পাশে এসে দাঁড়িয়ে হাঁকিয়েছে সেঞ্চুরি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
October 26, 2025 3:12 PM IST
