রহস্য ফাঁস! গোপন সূত্রে খবর পেয়ে হলুদ মিলে হানা পুলিশের, কী মারাত্মক কাজ চলত জানেন? শুনলে চমকে যাবেন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ফের ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালাল সামশেরগঞ্জ থানার পুলিশ।
কেদারনাথ প্রামাণিক, সমশেরগঞ্জ: ফের ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান চালাল সামশেরগঞ্জ থানার পুলিশ। রবিবার দুপুরে সমশেরগঞ্জের অন্তরদীপা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি হলুদের মিলে হানা দেয় পুলিশ।
গোপন সূত্রের ভিত্তিতে ওই এলাকায় অবস্থিত হলুদ মিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল হলুদ বাজেয়াপ্ত করা হয়। ঘটনাস্থল থেকেই দুই কর্মীকে আটক করেছে পুলিশ। যদিও মিলের মালিক ওসমান শেখ পলাতক বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মিলে দীর্ঘদিন ধরেই চলছিল ভেজাল হলুদ তৈরির কারবার। নিম্নমানের রাসায়নিক মিশিয়ে হলুদ তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করা হত। ফলে সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই এলাকায় অস্বাভাবিক কার্যকলাপ নিয়ে অভিযোগ উঠেছিল।
advertisement
অবশেষে পুলিশের অভিযানে সেই রহস্য ফাঁস হল। সমশেরগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই আটক দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক মালিকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিল মেরে দেওয়া হয়েছে হলুদ মিলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2025 7:37 PM IST

