TRENDING:

ছুটির দিনে দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল! ভয়ে তটস্থ বাসিন্দারা, ভিডিও না দেখলে আপনিও বিশ্বাস করতে পারবেন না

Last Updated:

গ্যারগেন্ডা সেতুর নিচে দেখা গিয়েছে ২৫ টি বুনো হাতির একটি দলকে। এই দলটি রয়েছে বর্তমানে হরিপুর এলাকায়। যখন তখন দলটি প্রবেশ করতে পারে বীরপাড়া শহরে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরপাড়া, অনন্যা দে: হাতি দেখতে যেতে বারণ করা হচ্ছে বীরপাড়াবাসীদের বন দফতরের পক্ষ থেকে। গ্যারগেন্ডা সেতুর নিচে দেখা গিয়েছে ২৫ টি বুনো হাতির একটি দলকে। এই দলটি রয়েছে বর্তমানে হরিপুর এলাকায়। যখন তখন দলটি প্রবেশ করতে পারে বীরপাড়া শহরে।
advertisement

রবিবার ছুটির মেজাজ নিয়ে দিন শুরু হলেও চোখেমুখে আতঙ্কের ছাপ এলাকাবাসীদের। কখন যে হাতির দল বীরপাড়ায় প্রবেশ করবে বুঝতে পারছে না কেউই। বন দফতরের তরফে বারবার মাইকিং করে সতর্ক করা হচ্ছে বীরপাড়াবাসীকে। দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে ২৫ টি বুনো হাতির একটি দল।ছোট, বড় হাতি রয়েছে এই দলটিতে।

আরও পড়ুন: রুটিরুজির খোঁজে ভিন রাজ্যে গিয়ে করুণ পরিণতি! বহুতল ভেঙে নিমেষে সব শেষ, প্রাণ গেল বাবা-মেয়ের

advertisement

এদিন সকালে স্থানীয় বাসিন্দারা হাতির দলটিকে দেখতে পান আলিপুরদুয়ারের ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের গ্যারগেন্ডা সেতুর নিচে। হাতি দেখতে ভিড় জমে গেলেও, পরবর্তীতে আসন্ন বিপদের কথা অনুমান করে স্থানীয়রা জলদাপাড়া বন বিভাগে খবর দেন। ঘটনাস্থলে বন বিভাগের কর্মীরা পৌঁছে গিয়েছেন। হাতির দলটিকে জঙ্গলমুখী করার চেষ্টা চলছে। হাতির দল দেখতে উৎসাহী মানুষেরা ভিড় করছেন। বন বিভাগের কর্মীরা সকাল থেকে মাইকিং করে সাধারণ মানুষদের সতর্ক করে দিচ্ছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এর আগের বছর ফালাকাটা শহরে প্রবেশ করেছিল দুটি বুনো হাতি। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছিল হাতি দুটি। সেই দৃশ্য বীরপাড়ায় দেখা যাবে না তো? উঠছে প্রশ্ন। বন দফতর থেকে এলাকায় মাইকিং চলছে জনগণকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। কেউ যেন হাতি দেখতে চলে না যায় এই বিষয়ে এলাকায় মাইকিং চালাচ্ছে বন দফতর।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ছুটির দিনে দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল! ভয়ে তটস্থ বাসিন্দারা, ভিডিও না দেখলে আপনিও বিশ্বাস করতে পারবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল