জানা গিয়েছে, ওই এলাকায় একটি বেসরকারি লজে দুই যুবতী-সহ এক যুবককে অশালীন অবস্থায় ধরে ফেলেন এলাকার ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই লজে দীর্ঘদিন ধরে অচেনা যুবক-যুবতীদের আনাগোনা লেগে থাকত। এতেই সন্দেহ হয় স্থানীয় ব্যবসায়ী এবং এলাকাবাসীদের।
এর পর সেই লজের অভ্যন্তরীণ বিষয়গুলি নজরে রাখতে শুরু করেন স্থানীয়রা। এরপর এদিন আচমকা সেই লজে উঠে অশালীন অবস্থায় দুই যুবতী সহ এক যুবক ধরে ফেলেন তারা।
advertisement
এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকার নারায়ণ ঘোষ নামে এক ব্যক্তির এই লজ। সেখানে বিয়ে-সহ বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানের কাজ হত। তবে কিছু দিন থেকে অনুষ্ঠানের আড়ালে সেখানে রমরমিয়ে মধুচক্রের আসর চলছে। এলাকায় এমন কর্মকাণ্ড লজ্জাজনক।
স্থানীয়দের দাবি, এই ধরণের লজকে পুরোপুরিভাবে বন্ধ করে লজ মালিকের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
যদিও ধৃত ওই যুবকের দাবি, এখানে যেসব যুগল আসে তাদের জন্য রান্নার কাজ করে সে। তবে এই লজে যে ‘খারাপ কাজ’ হয় সেটি স্বীকার করেছে সে।
আরও পড়ুন- Asia Cup 2025: এশিয়া কাপে ভারতের রয়েছে এমন ৫টি রেকর্ড, যা ভাঙা একপ্রকার অসম্ভব
এদিকে, এই ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় মালদা থানার পুলিশ। ঘটনায় মধুচক্র কান্ডে অভিযুক্ত দুই যুবতী সহ এক যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ।