ইলেকট্রিক সাইকেল এবং বামনদের জন্য ইলেকট্রিক মোটরসাইকেল বানিয়ে একপ্রকার তাক লাগিয়েছেন বাঁকুড়ার বাসিন্দা চঞ্চল সিং। বাঁকুড়ার একদম সুলভ মূল্যে ইভি সাইকেল। অর্থাৎ ইলেকট্রিক সাইকেল। প্যাডেল না করলেও চলবে ই সাইকেল। শরীর চর্চা করতে চান তাহলেও চালান এই সাইকেল। হাঁপিয়ে গেছেন, একটু ফুরফুরে হাওয়া খেতে খেতে নিজের গন্তব্যে যেতে চান? তাহলেও চালান এই সাইকেল। বাঁকুড়ার এক ব্যক্তি বানালেন ইভি সাইকেল।
Last Updated: Aug 14, 2025, 18:29 IST


