Home Made Air Cooler : বাড়িতে তৈরি এয়ার কুলার, টানবে কম electricity!

Author :
Last Updated : প্রযুক্তি
কালনা পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকায় ৭২ এর বৃদ্ধ অরূপ কুমার মোদক নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলির কথা চিন্তা করে বানিয়ে ফেললেন হ্যান্ড মেড এয়ার কুলার, তিনি জানান তার এই অভিনব উদ্যোগের কারণ হলো বেশিরভাগ মানুষের বাড়িতে এখন এসি এবং নামিদামি এয়ার কুলার রয়েছে, এবারে যা প্রচণ্ড গরম পড়েছে এবং তার সঙ্গে বইছে লু, প্রতিদিন যেন গরম একটু একটু করে বেড়েই চলেছে, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলি অতি কষ্টে রয়েছে, তাদের নামিদামি এসি এবং এয়ার কুলার কেনার ক্ষমতা নেই, এই পরিবারের বাচ্চাগুলির গরমে কষ্ট পায়, সেই কারণে যাদের এসি এবং এয়ারকুলার কেনার সমর্থ্য নেই তাদের কথা চিন্তা করেই অতি অল্প খরচে তিনি একটি এয়ার কুলার বানান, বানানোর সঙ্গে সঙ্গে তিনি আরো অর্ডার পেয়েছেন, অরূপ বাবুর পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার , তার বয়স এখন ৭২, ৭২ বছর বয়সে এসে অরূপ বাবু প্রতিদিন নতুন কিছু বানানোর চেষ্টা করে চলেছেন, এয়ার কুলার টি চালাতে গেলে বিদ্যুৎ অনেক কম খরচা হবে l অরূপ বাবু এয়ার কুলার টি বানিয়েছেন একজাস্ট ফ্যান, নারকোলের ছোবড়া, এবং একটি বড় প্লাস্টিকের তেলের জার, তার সঙ্গে রয়েছে বিভিন্ন ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্ট, অরূপ বাবু খুবই খুশি তিনি তার এই বয়সে এসে সাধারণ গরিব মানুষের জন্য কিছু করতে পেরেছেন বলে
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/প্রযুক্তি/
Home Made Air Cooler : বাড়িতে তৈরি এয়ার কুলার, টানবে কম electricity!
advertisement
advertisement