Weather Update: শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। ১৬ দিন এক জায়গায় থমকে থাকার পর বর্ষা বিদায় রেখা সক্রিয়। বর্ষা গুজরাট ও উত্তর প্রদেশের থেকে বিদায় নিয়েছে। মধ্যপ্রদেশ মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। বিহার ঝাড়খণ্ডের কিছু অংশ থেকেও বিদায় নিয়েছে বর্ষা। আগামী চার দিনে বাংলা থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি থেকে মঙ্গলবার নাগাদ বর্ষা বিদায় পর্ব শুরু হতে পারে।