বাঁধ ভেঙে নদীর জল ঢুকে ভেসে গেল বসত বাড়ি থেকে চাষের জমি, পুকুর। অসহায় বাসিন্দারা আশ্রয় নিলেন ত্রাণ শিবিরে। বুধবার সকালে পূর্ণিমার ভরা কোটালের জলের তোড়ে রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় গোসাবা ব্লকের আমতলি পঞ্চায়েতের পুইজালি গ্রাম। প্রায় ৩০০ ফুট নদী বাঁধ ধসে যায়। জোয়ারের সময়ে জল বাড়ার ফলে নোনা জল গ্রামে ঢুকে চাষের জমি থেকে শুরু করে পুকুর সবই ভাসিয়ে নিয়ে গিয়েছে।
Last Updated: October 10, 2025, 20:05 IST