North Bengal disaster: ২৫ অক্টোবরের মধ্যেই দুধিয়া ব্রিজ মেরামতি! ক্ষতিগ্রস্ত জায়গাগুলি দ্রুত মেরামতির নির্দেশ রাজ্যের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
North Bengal disaster: ২৫ অক্টোবরের মধ্যেই দুধিয়া ব্রিজের মেরামতির কাজ সম্পূর্ণ হবে, আশাবাদী রাজ্য। দুধিয়া ব্রিজের পাশাপাশি আরও ৩০টি জায়গা চিহ্নিত হয়েছে উত্তরবঙ্গে যেখানে মেরামতি কাজ চলছে।
কলকাতা: ২৫ অক্টোবরের মধ্যেই দুধিয়া ব্রিজের মেরামতির কাজ সম্পূর্ণ হবে, আশাবাদী রাজ্য। দুধিয়া ব্রিজের পাশাপাশি আরও ৩০টি জায়গা চিহ্নিত হয়েছে উত্তরবঙ্গে যেখানে মেরামতি কাজ চলছে।
advertisement
advertisement
ক্যালভার্ট, উড়ালপুলের মতো জায়গাগুলিতেও দ্রুত মেরামতি শেষ হবে বলেই আশাবাদী রাজ্য। তাবাকুশি, সুখিয়াপোখরী এর মতো ব্লক গুলোতে বিশেষ নজর রাজ্যের। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে আজ মুখ্যসচিবের ভার্চুয়াল বৈঠক বিভিন্ন জেলার জেলাশাসকদের নিয়ে।
advertisement
উত্তরবঙ্গে হড়পা বান, ধসের জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়িও। সেই বৈঠকেই দ্রুত মেরামতি ও উদ্ধারকার্য শেষ করার নির্দেশ মুখ্যসচিবের। অযথা দেরি না করে দ্রুত সমীক্ষা শেষ করার নির্দেশ মুখ্য সচিবের। কত বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, কতসংখ্যক জমির ফসল নষ্ট হয়েছে? বিভিন্ন দফতরকে রিপোর্ট দিতে নির্দেশ মুখ্য সচিবের।
advertisement
শুক্রবার বিকেল থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের ও জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। সেই বৈঠকে এই নির্দেশগুলি দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 10, 2025 9:01 PM IST