আগামী দুই তিন দিনে বাংলায় বর্ষা বিদায়ের শুরু। দক্ষিণ বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে, রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে, কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা আগামী সপ্তাহে।