Typist Problem: ডিজিটাল আগ্রাসনে হারিয়ে গিয়েছে ঠক ঠক শব্দ, অতীতের তুমুল ব্যস্ত টাইপিস্টরা আজ প্রায় কর্মহীন, নুন আনতে ফুরোয় পান্তা

Last Updated:

Typist Problem: ডিজিটাল আগ্রাসনে জীবিকা সংকটে টাইপিস্টরা,ঠক ঠক শব্দ আজ প্রায় নীরব।একসময় ছিল যখন আদালতের বাইরে বা সরকারি দপ্তরের সামনে গেলেই অবিরাম শোনা যেত টাইপরাইটারের ঠক ঠক শব্দ। আজ তা অতীত। কেমন আছেন এই টাইপিস্টরা।

+
টাইপের

টাইপের ছবি

বর্ধমান, সায়নী সরকার: ডিজিটাল আগ্রাসনে জীবিকা সংকটে টাইপিস্টরা,ঠক ঠক শব্দ আজ প্রায় নীরব।একসময় ছিল যখন আদালতের বাইরে বা সরকারি দফতরের সামনে গেলেই অবিরাম শোনা যেত টাইপরাইটারের ঠকঠক শব্দ। পরপর বসে থাকতেন টাইপিস্টরা,অতি পরিচিত ছবি ছবি এটি। দ্রুত ও নির্ভুল টাইপিং দক্ষতা ছিল অত্যন্ত মূল্যবান। যদিও আধুনিক ডিজিটাল যুগে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে টাইপিস্টদের চাহিদা থাকলেও তার সংখ্যা অনেকটাই কম ফলে সেই টাইপরাইটার ও টাইপিস্টরা প্রায় বিলুপ্তির পথে।
বর্ধমানের কাছারি রোডে এলেই দেখা যেত রাস্তার দু’ ধারে লাইন দিয়ে বসে আছেন টাইপিস্টরা। প্রত্যেকের কাছে ভিড় করে আছে বিভিন্ন সরকারি দফতর ও কোর্টে আসা লোকজনেরা।বর্তমানে আর প্রায় দেখা যায় না সেই ছবি।সেই একই জায়গাতেই বসে থাকেন টাইপিস্টরা। তবে কাছারি রোডে জমে ভিড়। কিন্তু আর সেই ভিড় নেই টাইপিস্টদের কাছে,চেনা ছবিটা যেন আজ প্রায় অচেনা হয়ে উঠেছে।কোনও রকমে কাজ করে চলে সংসার। আগে যেখানে দিনে রোজগার ছিল প্রায় ১০০০ টাকা, এখন সেটা হয়ে দাঁড়িয়েছে ১০০ টাকা। তাও হয় না কোনও কোনও দিন।
advertisement
আরও পড়ুন : খেলা শেষ দামি কলপ, কালারের! ‘এই’ ফলের খোসার পেস্ট মাথায় দিলেই উধাও সাদা চুল! কালো হবে সব পাকা চুল!
টাইপিস্টরা বলেন,কেউ ৩০ বছর কেউ বা তার থেকেও বেশি সময় ধরে এখানে টাইপের কাজ করছে।আগে খাওয়ার সময়টুকুও পাওয়া যেত না। কিন্তু এখন কাজের সংখ্যা খুবই কম। কমেছে টাইপিস্টের সংখ্যাও। তারপর সব পুরনো মেশিন। টাইপমেশিন খারাপ হলে তা সারানোর লোকও নেই। সেই ঠকঠক শব্দ আজ কেবলই স্মৃতিতে ফিসফিস করে।এই নিঃশব্দতা যেন একটি পেশার বিলুপ্তি। অসংখ্য মানুষের জীবনযুদ্ধের এক করুণ প্রতিচ্ছবি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Typist Problem: ডিজিটাল আগ্রাসনে হারিয়ে গিয়েছে ঠক ঠক শব্দ, অতীতের তুমুল ব্যস্ত টাইপিস্টরা আজ প্রায় কর্মহীন, নুন আনতে ফুরোয় পান্তা
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement