প্রচার সেরে গ্রামের মাটির বাড়িতে মাটির থালায় মাটিতে বসে আহার সারলেন হুগলি লোকসভার তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দোপাধ্যায়। প্রথম বার মাটির বাড়িতে মাটিতে বসে খেয়ে ইমোশনাল রচনা বন্দোপাধ্যায়। সঙ্গে ছিলেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না। শনিবার সিঙ্গুর বিধানসভা এলাকার বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রচার শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচার সেরে দুপুরের আহারের জন্য যারা আসেন সিঙ্গুর গ্রামের এক বাসিন্দা মানিক বাগের বাড়িতে। মানিক বাগ পেশায় একজন শ্রমিক তার বাড়িতে বসে বাঙালি আহার সরেন রচনা বন্দ্যোপাধ্যায়।
Last Updated: March 24, 2024, 13:33 IST