কালীগঞ্জের জুরানপুর গ্রাম পঞ্চায়েতের ছুটিপুরে তৈরি হয়েছে কংক্রিটের রাস্তা, আর সেই সঙ্গেই বইছে খুশির হাওয়া। দীর্ঘদিন ধরে জল-কাদা পেরিয়ে যাতায়াত করতে হতো এলাকার কয়েক হাজার বাসিন্দা ও ছাত্রছাত্রীদের। বর্ষাকালে রাস্তা একেবারে হাঁটু-জলপথে পরিণত হতো। বিশেষ করে ২০৭ নম্বর বুথের ইয়াসিন সেখ থেকে মিকাই সেখের বাড়ি পর্যন্ত প্রায় ১৫০ মিটার রাস্তা এতদিন বেহাল অবস্থায় পড়ে ছিল। এমনকি এই পথ দিয়েই মৃতদেহ কবরস্থানে নিয়ে যেতে গিয়ে নানান সমস্যার মুখে পড়তে হতো স্থানীয়দের।
Last Updated: December 10, 2025, 19:50 IST


