রথযাত্রার আরও একটি উল্লেখযোগ্য অংশ হল একদিনের “হোড়াপঞ্চমী” উৎসব। রথযাত্রা শুরুর পঞ্চম দিনে এই উৎসব পালিত হয়। পৌরাণিক এক কাহিনি মতেই চলে আসছে মাহেশে জগন্নাথদেবের রথ যাত্রার এক বিশেষ অংশ হোড়াপঞ্চমী উৎসব। এই উৎসব উপলক্ষে মন্দির থেকে মা লক্ষ্মীকে মশাল জ্বালিয়ে পালকিতে নিয়ে জগন্নাথদেবের মাসির বাড়িতে নিয়ে আসা হয়।
Last Updated: Jul 03, 2025, 20:26 IST


