কাটোয়া ব্লাড ব্যাঙ্কের রক্ত সঙ্কট দূর করতে এগিয়ে এল রেল পুলিশ

Bangla Editor | News18 Bangla | 04:29:05 PM IST Apr 08, 2020

#কাটোয়া: কাটোয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের চিকিৎসকের আবেদনে সাড়া দিয়ে ৫ মহিলা সহ ৪০ জন পুলিশকর্মী আজ কাটোয়া রেলের হাসপাতালে এসে রক্তদান করেন। রক্তদাতা পুলিশ কর্মীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন হাওড়া ডিভিশনের রেলের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ অনুসূয়া দত্ত বণিক সহ কাটোয়া রেলপুলিশের ওসি আর এইচ সেখ। কাটোয়া ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ডাঃ বাণীব্রত আচার্য বলেন, এই সঙ্কটজনক মুহূর্তে রেলপুলিশ এগিয়ে আসায় ব্লাড ব্যাঙ্কের অনেকটা সঙ্কট কাটল। কাটোয়া রেল পুলিশের ডিএসপি অনুসূয়া দত্ত বণিক বলেন, এখন ব্লাড ব্যাঙ্কে রক্ত সঙ্কট চলছে । এটা শুনেই আমরা রক্তদান করার পরিকল্পনা নিই। কাটোয়া ব্লাড ব্যাঙ্কের রক্ত সঙ্কট কাটাতে আমরা ঠিক করলাম পূর্ব রেলের হাওড়া ডিভিশনের কাটোয়া থানার পুলিশ কর্মীরা তাঁদের সাধ্যমত রক্ত দিয়ে সাধারণ মানুষের প্রয়োজন মেটাবে। আবার রক্তের প্রয়োজন হলে আমাদের কর্মীরা রক্ত দিতে প্রস্তুত আছে। কাটোয়া রেলের হাসপাতালে রক্তদানের শিবির অনুষ্ঠিত হয়।

লেটেস্ট ভিডিও