একটা কোথাও জায়গা, যেখানেই অন্তত শান্তি মেলে। নেই যানবাহন কিংবা ব্যস্ততার কচকচানি শব্দ, এই হাঁক-ডাক, নেই কোলাহল। যতদূর চোখ যাবে ততদূরই শুধু সবুজ আর সবুজ। সবুজে ঘেরা গভীর জঙ্গল এক্সপ্লোর থেকে একটা দিন প্রকৃতির সঙ্গে কাটান এখানে এসে। রাত হলেই শেয়াল কিংবা বন্য জন্তুর শব্দ, সম্পূর্ণ পরিবেশ বান্ধব টেন্ট, চারিদিকে নিস্তব্ধতা সব মিলে এক দারুণ পরিবেশ। ছোট ছোট ছেলেমেয়েদের জন্য দারুণ জায়গা। শুধু তাই নয়, সারাদিন অফিস করে ক্লান্ত। খাওয়া দাওয়া মিলে পরিবেশের মধ্যে সময় কাটান এখানে এসে, এক নিখাদ আনন্দ পাবেন।সামান্য খরচে এখানে।
Last Updated: November 28, 2025, 18:55 IST