Fox Menace: 'শিয়াল হইতে সাবধান'! একা পেলেই আক্রমণ করছে, প্রাণ বাঁচাতে লাঠি হাতে দলবদ্ধভাবে থাকার পরামর্শ
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
East Bardhaman Fox Menace: 'শিয়াল হইতে সাবধান'। পূর্ব বর্ধমানের সোনাপলাশি, কুড়মুন, বলগনা-সহ একাধিক গ্রাম জুড়ে বেড়েছে শিয়ালের উপদ্রব। গ্রামবাসীদের সচেতন করতে মাইকিং, টাঙানো হচ্ছে ফ্লেক্স।
জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসেছে শিয়াল। আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। মাঠের ধান কাটতে যেতে ভয় পাচ্ছেন ক্ষেতমজুর থেকে কৃষকরা। ইতিমধ্যে বন দফতরের পক্ষ থেকে করা হয়েছে মাইকিং। এবার গ্রামবাসীদের সতর্ক করতে গ্রাম জুড়ে ফ্লেক্স লাগানো হল বর্ধমানের দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। ( ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, আগে রাতের বেলায় মাঝে মাঝে শিয়াল বের হলেও লোকালয়ে আসত না। কিন্তু এখন লোকালয়ে চলে আসছে শিয়াল। এমনকি শুধু রাতের বেলা নয়, দিনের বেলাতেও লোকালয়ে এসে আক্রমণ করছে। রাতে তো বটেই দিনের বেলাতেও একা বেরোতে ভয় পাচ্ছেন তারা। মাঠে কীভাবে কাজ করতে যাব বুঝতে পারছেন না। বিশেষত ছোটদের জন্য ভয় লাগছে।
advertisement
জোতিপ্রকাশ ব্যানার্জি বলেন, এই এলাকায় বেশ কিছুদিন ধরে ব্যাপকভাবে শিয়ালের উপদ্রব বেড়েছে। ফসলের মধ্যে শিয়াল লুকিয়ে থাকছে। চাষীরা ও ক্ষেতমজুররা ধান কাটতে গেলে তাদের উপর অনেক সময় আক্রমণ করছে শিয়াল। তাই বর্ধমান জেলা নাগরিক মঞ্চ ও বর্ধমান রোটারি ক্লাবের পক্ষ থেকে গ্রাম জুড়ে পোস্টারিং করা হল। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
