Who is Lauren Bell: ‘এবার ওঁর জন্যেই ডাব্লুপিএল দেখব!’ নেটদুনিয়ায় ঝড় তুলেছেন আরসিবি-র ৯০ লাখি বোলার, লাস্যময়ী লরেনকে চিনে নিন

Last Updated:
Lauren Bell, England-এর ৬ ফিট ২ ইঞ্চি স্টার পেসার, RCB WPL ২০২৬-এ ৯০ লাখে টিমে যোগ দিয়েছেন. তার সৌন্দর্য ও ধারালো বলিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল.
1/7
Lauren Bell RCB WPL Auction ২০২৬: নতুন দিল্লিতে ২৭ নভেম্বর হওয়া ওমেন্স প্রিমিয়ার লিগ ২০২৬ অকশনে ফ্র্যাঞ্চাইজিগুলি খেলোয়াড়দের ওপর জল ঢেলে টাকা খরচ করেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও নিজের টিম শক্ত করেছে। RCB এক বিদেশি ক্রিকেটারকে নিজের দলে নিয়েছে, যার পর থেকেই তিনি আলোচনায়।
Lauren Bell RCB WPL Auction ২০২৬: নতুন দিল্লিতে ২৭ নভেম্বর হওয়া ওমেন্স প্রিমিয়ার লিগ ২০২৬ অকশনে ফ্র্যাঞ্চাইজিগুলি খেলোয়াড়দের ওপর জল ঢেলে টাকা খরচ করেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও নিজের টিম শক্ত করেছে। RCB এক বিদেশি ক্রিকেটারকে নিজের দলে নিয়েছে, যার পর থেকেই তিনি আলোচনায়।
advertisement
2/7
স্মৃতি মন্ধানা-র নেতৃত্বে এবার খেতাব রক্ষার লড়াইতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ তারা এবারের ডাব্লুপিএলের নিলামের আগে মন্ধানা সহ ৪ জন খেলোয়াড়কে রিটেন করেছিল। অকশনে আরসিবি মোট ১২ জন খেলোয়াড়কে কিনেছে, যার ফলে ১৬ জনের শক্তিশালী টিম তৈরি হয়েছে। এই টিম ২০২৬ সালে ডাব্লু পিএলের খেতাব রক্ষার লড়াইতে নামবে। নিলামে তাঁরা সবচেয়ে বেশি টাকা লুটিয়েছে লরেন বেলের জন্য৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল  Lauren Bell কে চিনে নিন৷
স্মৃতি মন্ধানা-র নেতৃত্বে এবার খেতাব রক্ষার লড়াইতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু৷ তারা এবারের ডাব্লুপিএলের নিলামের আগে মন্ধানা সহ ৪ জন খেলোয়াড়কে রিটেন করেছিল। অকশনে আরসিবি মোট ১২ জন খেলোয়াড়কে কিনেছে, যার ফলে ১৬ জনের শক্তিশালী টিম তৈরি হয়েছে। এই টিম ২০২৬ সালে ডাব্লু পিএলের খেতাব রক্ষার লড়াইতে নামবে। নিলামে তাঁরা সবচেয়ে বেশি টাকা লুটিয়েছে লরেন বেলের জন্য৷ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল  Lauren Bell কে চিনে নিন৷
advertisement
3/7
Lauren Bell-কে কেনার জন্য রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে Mumbai Indians-র জোর টক্কর হয়। ৩০ লক্ষ টাকা বেস প্রাইস থেকে লরেন বেলের জন্য বিডিং শুরু হয়। মুম্বই ইন্ডিয়ান্স এই খেলোয়াড়ের  আগ্রহ দেখিয়ে বিডিংয়ে ঝাঁপিয়ে পড়ে আরসিবি-র সঙ্গে সরাসরি টক্করে৷ নিলামে লম্বা লড়াইয়ের পর আরসিবি ৯০ লক্ষ টাকায় তাঁকে টিমে নেয়৷ RCB-র জন্য এই অকশনের টপ বাই ছিলেন তিনি। RCB-তে যোগ দেওয়ার পর তিনি এক পোস্টে লিখেছেন, ‘খুব খুশি। RCB-র জার্সিতে খেলার অপেক্ষা করতে পারছি না।’
Lauren Bell-কে কেনার জন্য রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে Mumbai Indians-র জোর টক্কর হয়। ৩০ লক্ষ টাকা বেস প্রাইস থেকে লরেন বেলের জন্য বিডিং শুরু হয়। মুম্বই ইন্ডিয়ান্স এই খেলোয়াড়ের  আগ্রহ দেখিয়ে বিডিংয়ে ঝাঁপিয়ে পড়ে আরসিবি-র সঙ্গে সরাসরি টক্করে৷ নিলামে লম্বা লড়াইয়ের পর আরসিবি ৯০ লক্ষ টাকায় তাঁকে টিমে নেয়৷ RCB-র জন্য এই অকশনের টপ বাই ছিলেন তিনি। RCB-তে যোগ দেওয়ার পর তিনি এক পোস্টে লিখেছেন, ‘খুব খুশি। RCB-র জার্সিতে খেলার অপেক্ষা করতে পারছি না।’
advertisement
4/7
দুরন্ত পেসার লরেন বেল সম্পর্কে এখন নানা দিকে কথা । Lauren Bell ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলেন৷  ৬ ফিট ২ ইঞ্চি এই বোলার ধারালো বোলিংয়ের জন্য পরিচিত। নিজের কেরিয়ারে তিনি ৫ টেস্ট, ৩১ ওয়ানডে আর ৩৬ টি২০ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, যেখানে মোট ১১২ উইকেট নিয়েছেন। মাঠে ব্যাটারদের কাঁপিয়ে দেওয়ার পাশাপাশি ২৪ বছরের Lauren সুন্দরী মহিলা ক্রিকেটারদের মধ্যে একদম সামনের সারিতে জায়গা করে নিয়েছেন৷ 
দুরন্ত পেসার লরেন বেল সম্পর্কে এখন নানা দিকে কথা । Lauren Bell ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলেন৷  ৬ ফিট ২ ইঞ্চি এই বোলার ধারালো বোলিংয়ের জন্য পরিচিত। নিজের কেরিয়ারে তিনি ৫ টেস্ট, ৩১ ওয়ানডে আর ৩৬ টি২০ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, যেখানে মোট ১১২ উইকেট নিয়েছেন। মাঠে ব্যাটারদের কাঁপিয়ে দেওয়ার পাশাপাশি ২৪ বছরের Lauren সুন্দরী মহিলা ক্রিকেটারদের মধ্যে একদম সামনের সারিতে জায়গা করে নিয়েছেন৷
advertisement
5/7
RCB-তে যোগ দেওয়ার পর থেকেই লরেন বেলের সৌন্দর্য সোশ্যাল মিডিয়ায় চর্চায়। তাঁর স্টাইল আর গ্ল্যামারাস লুক-এ ফ্যানরা ফিদা। অকশনে RCB তাকে কেনার পরই তিনি ইন্টারনেট ক্রাশ হয়ে যান। অনেক সোশ্যাল মিডিয়া ইউজার তো তাকে, ‘WPL ২০২৬ দেখার কারণ’ বলে দিয়েছে।
RCB-তে যোগ দেওয়ার পর থেকেই লরেন বেলের সৌন্দর্য সোশ্যাল মিডিয়ায় চর্চায়। তাঁর স্টাইল আর গ্ল্যামারাস লুক-এ ফ্যানরা ফিদা। অকশনে RCB তাকে কেনার পরই তিনি ইন্টারনেট ক্রাশ হয়ে যান। অনেক সোশ্যাল মিডিয়া ইউজার তো তাকে, ‘WPL ২০২৬ দেখার কারণ’ বলে দিয়েছে।
advertisement
6/7
সুইনডনে-জন্মেছেন Lauren৷  ১৬ বছর বয়সে ক্রিকেটে আসার আগে Reading FC Academy-র জন্য ফুটবল খেলতেন। তাঁর বাবা তাঁকে ক্রিকেট খেলার জন্য উৎসাহ দিতেন। লরেন ২০২২-এ টেস্ট, ODI আর T20I-তে ইংল্যান্ডের হয়ে ডেবিউ করেন এবং দ্রুতই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে ওঠেন। তাঁর ন্যাচারাল সুইং, বাউন্স আর পেস তাঁকে মহিলা ক্রিকেটে সবচেয়ে ভয়ংকর পেসারদের মধ্যে অন্যতম করে তুলেছে।
সুইনডনে-জন্মেছেন Lauren৷  ১৬ বছর বয়সে ক্রিকেটে আসার আগে Reading FC Academy-র জন্য ফুটবল খেলতেন। তাঁর বাবা তাঁকে ক্রিকেট খেলার জন্য উৎসাহ দিতেন। লরেন ২০২২-এ টেস্ট, ODI আর T20I-তে ইংল্যান্ডের হয়ে ডেবিউ করেন এবং দ্রুতই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে ওঠেন। তাঁর ন্যাচারাল সুইং, বাউন্স আর পেস তাঁকে মহিলা ক্রিকেটে সবচেয়ে ভয়ংকর পেসারদের মধ্যে অন্যতম করে তুলেছে।
advertisement
7/7
এই স্টার পেসারের WPL কেরিয়ারের কথা বললে, তিনি UP Warriors-এর অংশ ছিলেন, কিন্তু সেখানে খেলার সুযোগ পাননি। ২০২৬ ডাব্লুপিএলে তিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য ধামাকা করার উদ্দেশ্যে ভারত আসবেন।
এই স্টার পেসারের WPL কেরিয়ারের কথা বললে, তিনি UP Warriors-এর অংশ ছিলেন, কিন্তু সেখানে খেলার সুযোগ পাননি। ২০২৬ ডাব্লুপিএলে তিনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য ধামাকা করার উদ্দেশ্যে ভারত আসবেন।
advertisement
advertisement
advertisement