Murshidabad News: মন্দিরের অনুষ্ঠান দেখে আর বাড়ি ফেরা হল না! ভগবানগোলায় ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন যুবক, রেলগেট না থাকায় ফের মৃত্যু

Last Updated:

Murshidabad News: বৃহস্পতিবার রাতভর স্থানীয় মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠান দেখে শুক্রবার ভোরে বাড়ি ফিরছিলেন ওই যুবক। সেই সময় ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর দেহ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ভগবানগোলা, তন্ময় মন্ডলঃ এলাকায় রেলগেটের দাবি দীর্ঘদিনের। রেলগেট না থাকার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।  শুক্রবার সকালে যেমন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার পাটামারী এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় স্থানীয় বাসিন্দা জীবন সরকার নামে এক যুবকের মৃত্যু হল। পাটামারি গ্রামেই তাঁর বাড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটামারী গ্রামে রেললাইনের একপাশে গ্রাম এবং অপর পাশে রয়েছে স্কুল ও মন্দির। বৃহস্পতিবার রাতভর ওই মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। সেই অনুষ্ঠান দেখে শুক্রবার ভোরে বাড়ি ফিরছিলেন জীবন। সেই সময় ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর দেহ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুনঃ সস্তায় বস্তা বস্তা পোশাক! অনলাইন শপিংয়ের যুগেও ক্রেতাদের পছন্দ অঙ্কুরহাটি হাট, সারা বছর লেগে থাকে ভিড়
এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রেলগেট বা ফ্লাইওভারের দাবি জানানো হচ্ছে। কারণ পাটামারীর পাশাপাশি সাতডাঙ্গাপাড়া সহ আশেপাশের একাধিক গ্রামের মানুষ প্রতিদিন এই রেললাইন পার হয়ে যাতায়াত করেন। এর আগেও এই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। রেলগেট না থাকার কারণেই এই ধরনের মৃত্যুর ঘটনা বারবার ফিরে আসছে বলে দাবি তাঁদের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুক্রবার সকালেও যেমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। সেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন জিআরপি–র ওসি। জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠায়। এলাকাবাসীর দাবি, “রেলগেট থাকলে হয়ত জীবন বাঁচত। প্রতিদিনই আমরা প্রাণ হাতে নিয়ে এই লাইন পার হই।” ফলে আবারও প্রশ্ন উঠছে, কবে মিলবে নিরাপদ পারাপারের সুযোগ? শুক্রবার দুপুরে জীবনের ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। ঘটনার জেরে মৃতের পরিবার সহ গ্রাম জুড়ে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: মন্দিরের অনুষ্ঠান দেখে আর বাড়ি ফেরা হল না! ভগবানগোলায় ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন যুবক, রেলগেট না থাকায় ফের মৃত্যু
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement