বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, এটি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় স্থলভাগে প্রবেশ করবে। যদিও ল্যান্ডফল হবে অন্ধ্র উপকূলে, কিন্তু তার পরোক্ষ প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বাংলার উপকূল জুড়ে। সোমবার সকাল থেকেই দিঘার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। বইছে ঝড়ো হাওয়া, আকাশে ঘন মেঘ, কখনো রোদ আবার কখনো বৃষ্টি, অস্থির হয়ে উঠেছে দিঘার আবহাওয়া। ওল্ড দিঘার সৈকত কার্যত ফাঁকা।