Malda News: গ্রামে নদী থাকলেও মন্ডপেই নিরঞ্জন হয় মা উল্কা কালী! কেন জানেন?

Last Updated:

নদী বা পুকুর নয় মণ্ডপের ভেতরেই নিরঞ্জন করা হল বিশাল আকৃতির প্রতিমা। কয়েকশো লিটার দুধ ঢেলে এবং জল সেচন করে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয়।

+
উল্কা

উল্কা কালী প্রতিমা

মালদহ, জিএম মোমিন: নদী বা পুকুর ঘাটে নয় মা উল্কা কালী কে নিরঞ্জন করা হয় মন্ডপেই। অভিনব কায়দায় উত্তরবঙ্গের অন্যতম বিশাল আকৃতির কালী প্রতিমা নিরঞ্জন হল মালদহে। নদী বা পুকুর নয় মণ্ডপের ভেতরেই নিরঞ্জন করা হল বিশাল আকৃতির প্রতিমা। কয়েকশো লিটার দুধ ঢেলে এবং জল সেচন করে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয়। মালদহের ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রামে প্রায় ৫৫ ফুট উচ্চতার মা উল্কা কালীর প্রতিমা নিরঞ্জনকে ঘিরে চরম উম্মাদনা দেখা দেয় ভক্তদের মধ্যে।
প্রায় ৪৭ বছর আগে সূচনাকালে পার্শ্ববর্তী কালিন্দ্রী নদীতে বিসর্জন করা হত মায়ের প্রতিমা। তবে বছরের পর বছর এক ফুট করে উচ্চতা বৃদ্ধি হ‌ওয়ায় বিগত ২৫ বছর থেকে মণ্ডপেই নিরঞ্জন করা হয় মায়ের প্রতিমা। উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই মায়ের দর্শনে জেলা, রাজ্য সহ পার্শ্ববর্তী নেপাল দেশ থেকেও ভক্তরা ছুটে আসেন এই গ্রামে।
advertisement
advertisement
উল্কা পুজো কমিটির সদস্য ইশান চৌধুরী জানান, “প্রতিবছরই বিশাল আকৃতির মায়ের প্রতিমা তৈরি করা হয়। প্রতিমার উচ্চতা বেশি থাকায় বিগত ২৫ বছর থেক মণ্ডপেই নিরঞ্জন করা হয় প্রতিমা। রীতি মেনে প্রথমে ১০০ লিটার দুধ ঢালা হয়। এবং এরপরে জল সেচন করে নিরঞ্জন করা হয় মায়ের প্রতিমা।”
শুধু তাই নয় পুজো উপলক্ষে সাত দিনব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশাল মেলা। এদিন প্রতিমা নিরঞ্জন দেখতে জেলা সহ ভিন জেলার বহু ভক্তরা ভিড় জমান। অভিনব এই প্রতিমা নিরঞ্জনে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malda News: গ্রামে নদী থাকলেও মন্ডপেই নিরঞ্জন হয় মা উল্কা কালী! কেন জানেন?
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement