Malda News: গ্রামে নদী থাকলেও মন্ডপেই নিরঞ্জন হয় মা উল্কা কালী! কেন জানেন?
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
নদী বা পুকুর নয় মণ্ডপের ভেতরেই নিরঞ্জন করা হল বিশাল আকৃতির প্রতিমা। কয়েকশো লিটার দুধ ঢেলে এবং জল সেচন করে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয়।
মালদহ, জিএম মোমিন: নদী বা পুকুর ঘাটে নয় মা উল্কা কালী কে নিরঞ্জন করা হয় মন্ডপেই। অভিনব কায়দায় উত্তরবঙ্গের অন্যতম বিশাল আকৃতির কালী প্রতিমা নিরঞ্জন হল মালদহে। নদী বা পুকুর নয় মণ্ডপের ভেতরেই নিরঞ্জন করা হল বিশাল আকৃতির প্রতিমা। কয়েকশো লিটার দুধ ঢেলে এবং জল সেচন করে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয়। মালদহের ইংরেজবাজার ব্লকের শোভানগর গ্রামে প্রায় ৫৫ ফুট উচ্চতার মা উল্কা কালীর প্রতিমা নিরঞ্জনকে ঘিরে চরম উম্মাদনা দেখা দেয় ভক্তদের মধ্যে।
প্রায় ৪৭ বছর আগে সূচনাকালে পার্শ্ববর্তী কালিন্দ্রী নদীতে বিসর্জন করা হত মায়ের প্রতিমা। তবে বছরের পর বছর এক ফুট করে উচ্চতা বৃদ্ধি হওয়ায় বিগত ২৫ বছর থেকে মণ্ডপেই নিরঞ্জন করা হয় মায়ের প্রতিমা। উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই মায়ের দর্শনে জেলা, রাজ্য সহ পার্শ্ববর্তী নেপাল দেশ থেকেও ভক্তরা ছুটে আসেন এই গ্রামে।
advertisement
advertisement
উল্কা পুজো কমিটির সদস্য ইশান চৌধুরী জানান, “প্রতিবছরই বিশাল আকৃতির মায়ের প্রতিমা তৈরি করা হয়। প্রতিমার উচ্চতা বেশি থাকায় বিগত ২৫ বছর থেক মণ্ডপেই নিরঞ্জন করা হয় প্রতিমা। রীতি মেনে প্রথমে ১০০ লিটার দুধ ঢালা হয়। এবং এরপরে জল সেচন করে নিরঞ্জন করা হয় মায়ের প্রতিমা।”
শুধু তাই নয় পুজো উপলক্ষে সাত দিনব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশাল মেলা। এদিন প্রতিমা নিরঞ্জন দেখতে জেলা সহ ভিন জেলার বহু ভক্তরা ভিড় জমান। অভিনব এই প্রতিমা নিরঞ্জনে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2025 7:55 PM IST
