Karthik Month Astro Tips: চলছে কার্তিক মাস! সন্ধ্যায় বিশেষ জায়গায় জ্বালুন প্রদীপ! অভাব মুছে গিয়ে হবে অর্থবৃষ্টি! ভুলেও দান করবেন না এই ২ জিনিস! পড়বে অমঙ্গলের ছায়া!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Karthik Month Astro Tips: পূর্বপুরুষদের উদ্দেশে এই মাসে আকাশপ্রদীপ প্রজ্বলন করা হয়৷ আরাধ্য দেবতার সামনেও দীপদান করা পুণ্যদায়ী৷ স্নান করে শুদ্ধ বসনে সলতে বানিয়ে নিন তুলো দিয়ে৷ শ্বেতচন্দন গুলে নিন৷ ওই চন্দন দিয়ে অষ্টদল কমল বা ৮ পাপড়ির পদ্ম এঁকে নিন পিতলের থালায়৷
বাংলা ক্যালেন্ডার ও পঞ্জিকা অনুযায়ী শুরু হয়ে গিয়েছে কার্তিক মাস৷ বৈষ্ণব ধর্মাবলম্বীদের মতে একে বলা হয় দামোদর মাস৷ প্রচলিত বিশ্বাস, এই মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়৷ মনে করা হয় এই মাসে ভগবানের উদ্দেশে সন্ধ্যায় দীপদান খুবই শুভ ও পবিত্র৷ বিঘ্ন দূর হয়ে সংসারে আসে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সূর্যাস্তের পর বাড়ির যেখানে সেখানে যেমন তেমন ভাবে ঝাঁটা রাখবেন না এই মাসে। নিজের বাড়ির ঝাঁটা বাইরের কাউকে দেবেনও না ব্যবহারের জন্য। বাড়ি লক্ষ্মীহীন ও শ্রীহীন হয়ে পড়ে। পুজোর কাজে ব্যবহৃত জিনিস যেমন শঙ্খ, বাসনপত্র-সহ উপকরণ কাউকে ব্যবহার করতে দেবেন না। তাহলে পজিটিভ এনার্জি বেরিয়ে যাবে সংসার থেকে।
advertisement
advertisement


