আমফানের ভয়ে পালিয়েছেন কর্মীরা, সুন্দরবনে তিন দিন ধরে অভুক্ত ৫৭০টি কুমির

Bangla Editor | News18 Bangla | 11:49:01 PM IST May 23, 2020

আমফানের তাণ্ডবের ভয়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন কর্মীরা৷ প্রবল ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে সুন্দরবনের ভগবৎপুর কুমির প্রকল্প৷ প্রায় তিন দিন ধরে সেখানে অভুক্ত রয়েছে ৫৭০টি কুমির৷ কারণ কুমিরদের খাবার দেওয়ার কেউ নেই৷ অভুক্ত এই কুমিরগুলির ভবিষ্যৎ কী, তা নিয়েই এখন দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন৷

লেটেস্ট ভিডিও