আদিগঙ্গার পাড়ে কয়েকশো বছরের প্রাচীন দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান লাগোয়া ১০৮ নরমুণ্ডে অধিষ্ঠিত মা করুণাময়ী

Author :
Last Updated : দক্ষিণবঙ্গ
স্থানীয়দের বিশ্বাস, তান্ত্রিকদের সাধনার জোরে আজও রাতের অন্ধকারে জেগে ওঠে শ্মশান। ঘোরাফেরা করে অপঘাতে মৃতদের আত্মা। প্রায় ৩০০ বছর আগের কথা। প্রাচীন দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান লাগোয়া জঙ্গলে তান্ত্রিক মণিলাল চক্রবর্তী শুরু করলেন কালীপুজো। স্বপ্নাদেশ পেয়ে টালির চালের মন্দির বানিয়ে দেবীর আরাধনা শুরু করেছিলেন তিনি। যদিও তখন বছরে একবারই পুজো হত। পরে স্বপ্নে মা কালী নিত্যপুজোর ইচ্ছা প্রকাশ করলে পাকাপাকিভাবে মায়ের মন্দির গড়ে তোলা হয়।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
আদিগঙ্গার পাড়ে কয়েকশো বছরের প্রাচীন দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান লাগোয়া ১০৮ নরমুণ্ডে অধিষ্ঠিত মা করুণাময়ী
advertisement
advertisement