PM Kisan : শীঘ্রই আসতে চলেছে পিএম কিষানের ২১তম কিস্তির টাকা, অবশ্যই সেরে রাখুন গুরুত্বপূর্ণ কাজগুলি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ২১তম কিস্তির টাকা শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে। টাকা আটকে না যায়, তাই এখনই চেক করুন নিজের স্টেটাস ও সম্পূর্ণ করুন e-KYC প্রক্রিয়া।
advertisement
কৃষকদের আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার প্রতি বছর ৬,০০০ টাকা প্রধানমন্ত্রী কিষান যোজনার মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকে । এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয় — অর্থাৎ, প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। এখন পর্যন্ত ২০টি কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে ৷ এখন ২১তম কিস্তির অপেক্ষায় রয়েছেন দেশের কোটি কোটি কৃষকরা ৷
advertisement
advertisement
advertisement
ই-কে ওয়াইসি (e-KYC) কীভাবে করবেন?প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপে pmkisan.gov.inওয়েবসাইটটি খুলুন।তারপর সেখানে গিয়ে আপনার আধার নম্বর ও মোবাইল নম্বর দিন।এরপর স্ট্যাটাস (Status) চেক করুন।যদি দেখা যায় যে e-KYC বাকি আছে, তাহলে সেই অপশনটি স্ক্রিনে দেখা যাবে। তারপর ওটিপি (OTP) আসবে — সেটা দিয়ে, আঙুলের ছাপ (Fingerprint) দিন বা মুখ যাচাই (Face Verification) করুন, আর কাজ শেষ ৷যদি আপনার গ্রামে CSC সেন্টার (Common Service Center) থাকে, তাহলে সেখান থেকেও সহজেই এই কাজটি করানো যাবে।
advertisement
advertisement
