West Bengal SSC: পুরনো চাকরিতে যোগ দিলেন ১৬৬ চাকরিহারা, ফেরানোর প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ
- Published by:Satabdi Adhikary
- Reported by:Priti Saha
Last Updated:
ইতিমধ্যেই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে প্রায় চার হাজারেরও বেশি প্রার্থীদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন দিয়েছেন নবান্ন।
কলকাতা: ২০১৬ সালে যারা চাকরি পেয়েছিলেন সেই সময়ের চাকরিহারা শিক্ষকদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার বেলা ১২ থেকে ১৬৬ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের পুরনো চাকরিতে ফেরার নিয়োগপত্র দেওয়া হল।
advertisement
প্রসঙ্গত, ২০১৬ সালের আগে এরা এসএসসির পরীক্ষা দেন অন্য সালে। নন টিচিং স্টাফ থেকে ২০১৬ পরীক্ষার পর এদের মধ্যে অনেকে শিক্ষক পদে নিয়োগ হন। অনেকে আবার শিক্ষক হিসেবে কাজ করতেন স্কলে।
advertisement
advertisement
ইতিমধ্যেই চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে প্রায় চার হাজারেরও বেশি প্রার্থীদের পুরনো চাকরিতে ফেরানোর অনুমোদন দিয়েছেন নবান্ন।
advertisement
তবে অনেকেই দাবি করেছেন পুরোনো চাকরিতে যোগ দেওয়া অনেক সমস্যার। বাড়ি থেকে স্কলের ডিসটেন্স হোক কিংবা পোস্ট সব কিছুতেই তাদের কঠিন পথ অবলম্বন করানো হল।২০১৬ সালের আগে যাঁরা যে ডিপার্টমেন্টে চাকরি করতেন তাঁদের আজ সেই পুরোনো ডিপার্টমেন্টের চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে। এঁরা সকলেই ২০১৬ সালের আগে এসএসসির দিয়েছিলেন। সেখান থেকে ২০১৬ তে আসেন। আজ তাদের পুরোনো চাকরির নিয়োগ পত্র দেওয়া হচ্ছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 06, 2025 2:17 PM IST

