King Cobra Viral Photo: আস্ত সাপ গিলে খাচ্ছে রাক্ষুসে কিং কোবরা! গরুমারা জঙ্গলে হাড়হিম দৃশ্য, দেখে শিউরে উঠলেন সবাই

Last Updated:
King Cobra Viral Photo: হাড়হিম করা দৃশ্যের সাক্ষী থাকল জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রামশাই বারো হাতি এলাকা। স্থানীয়দের চোখের সামনে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা । একটি বিশালাকৃতির কিং কোবরা সাপ গিলে খাচ্ছে এক আস্ত সাপকে!
1/5
*একেবারে হাড়হিম দৃশ্যের সাক্ষী থাকল জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রামশাই বারো হাতি এলাকা। স্থানীয়দের চোখের সামনে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। একটি বিশালাকৃতির কিং কোবরা সাপ গিলে খাচ্ছে এক আস্ত দাঁড়াশ সাপকে।
*একেবারে হাড়হিম দৃশ্যের সাক্ষী থাকল জলপাইগুড়ির গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন রামশাই বারো হাতি এলাকা। স্থানীয়দের চোখের সামনে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। একটি বিশালাকৃতির কিং কোবরা সাপ গিলে খাচ্ছে এক আস্ত দাঁড়াশ সাপকে।
advertisement
2/5
*স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি বাড়ির পাশের মাঠে এই দৃশ্য দেখতে পান গ্রামবাসীরা। মাঠের মাঝখানে দুটি বিশাল সাপের সংঘর্ষ শুরু হয়, পরে দেখা যায় কিং কোবরা দাঁড়াশ সাপটিকে গিলে খেতে শুরু করেছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
*স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি বাড়ির পাশের মাঠে এই দৃশ্য দেখতে পান গ্রামবাসীরা। মাঠের মাঝখানে দুটি বিশাল সাপের সংঘর্ষ শুরু হয়, পরে দেখা যায় কিং কোবরা দাঁড়াশ সাপটিকে গিলে খেতে শুরু করেছে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
advertisement
3/5
*ঘটনার খবর দ্রুত পৌঁছে যায় বনদফতর কাছে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মী ও পরিবেশকর্মীরা। তাঁদের তৎপরতায় দুই সাপকেই জীবিত অবস্থায় উদ্ধার করার চেষ্টা করা হয়। উদ্ধার অভিযানে সময় লাগে বেশ কিছুক্ষণ।
*ঘটনার খবর দ্রুত পৌঁছে যায় বনদফতর কাছে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মী ও পরিবেশকর্মীরা। তাঁদের তৎপরতায় দুই সাপকেই জীবিত অবস্থায় উদ্ধার করার চেষ্টা করা হয়। উদ্ধার অভিযানে সময় লাগে বেশ কিছুক্ষণ।
advertisement
4/5
*বনকর্মীদের প্রাথমিক ধারণা, খিদের তাড়নায় কিং কোবরা দাঁড়াশ সাপটিকে শিকার করে। বিশেষজ্ঞদের মতে, কিং কোবরা একমাত্র সাপ, যে অন্য সাপকেই প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে। তবে মানুষের চোখের সামনে এমন বিরল দৃশ্য ধরা পড়া অত্যন্ত অস্বাভাবিক ঘটনা।
*বনকর্মীদের প্রাথমিক ধারণা, খিদের তাড়নায় কিং কোবরা দাঁড়াশ সাপটিকে শিকার করে। বিশেষজ্ঞদের মতে, কিং কোবরা একমাত্র সাপ, যে অন্য সাপকেই প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে। তবে মানুষের চোখের সামনে এমন বিরল দৃশ্য ধরা পড়া অত্যন্ত অস্বাভাবিক ঘটনা।
advertisement
5/5
*গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন, “এমন দৃশ্য কখনও চোখে দেখিনি। প্রথমে ভয় পেলেও পরে বনকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন।” গরুমারার জঙ্গলের প্রান্তে ঘটে যাওয়া এই ঘটনাটি এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রে। কেউ ভয় পাচ্ছেন, কেউ আবার বিস্ময়ে হতবাক কিং কোবরা সত্যিই তার নামের মর্যাদা রাখল।
*গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন, “এমন দৃশ্য কখনও চোখে দেখিনি। প্রথমে ভয় পেলেও পরে বনকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন।” গরুমারার জঙ্গলের প্রান্তে ঘটে যাওয়া এই ঘটনাটি এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রে। কেউ ভয় পাচ্ছেন, কেউ আবার বিস্ময়ে হতবাক কিং কোবরা সত্যিই তার নামের মর্যাদা রাখল।
advertisement
advertisement
advertisement