East Medinipur News- শীঘ্রই তমলুকে চালু হচ্ছে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল

Bangla Digital Desk | News18 Bangla | 01:47:38 PM IST Jan 26, 2022

#তমলুক: বর্তমান সরকার রাজ্যে স্বাস্থ্য পরিষেবা সুন্দরভাবে গড়ে তুলতে একাধিক জেলায় মেডিক্যাল কলেজ নির্মাণের কাজ শুরু করেছে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় তমলুকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতাল গড়ে উঠেছে। বর্তমানে মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণের কাজ চলছে। তমলুক জেলা হাসপাতাল চত্বরেই মেডিক্যাল কলেজ ভবন নির্মাণ করা হচ্ছে। বর্তমান শিক্ষা বর্ষ থেকে চালু করার চিন্তা ভাবনা করা হলেও তা সম্ভব হয়নি।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত, দ্রুত তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ চালু হবে বলে জানান রাজ্যের মন্ত্রী তথা তমলুক স্বাস্থ্য জেলার রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সৌমেন কুমার মহাপাত্র।

লেটেস্ট ভিডিও