Money Scam: ফের সরকারি প্রকল্পের টাকা গায়েব। ট্যাবের পর এবার গায়েব পড়ুয়াদের স্কলারশিপের টাকা। আবারও চাঞ্চল্যকর অভিযোগ উত্তর দিনাজপুরে। অভিযোগ, সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপের কোটি কোটি টাকা গায়েব হয়েছে। কাঠগড়ায় চোপড়ার পঞ্চায়েত অফিসার। সূত্রের খবর, তাঁকে খুঁজছে সিআইডি।
Last Updated: Nov 30, 2024, 21:20 IST


