Siliguri Municipal Election 2022: আগামিকাল পুরভোট শিলিগুড়িতে, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, দেখুন--

Bangla Digital Desk | News18 Bangla | 11:20:21 PM IST Feb 11, 2022

 রাত পোহালেই রাজ্যের চার পুরসভায় ভোট। ভোট শিলিগুড়ি পুরসভারও (Siliguri Municipal Election)। নির্বিঘ্নে ভোটপর্ব  (West Bengal Municipal Election) মেটাতে তৈরি পুলিশ ও প্রশাসন। বিরোধীদের আধাসেনা মোতায়েন করে ভোট করানোর দাবিতে সায় দেয়নি রাজ্য নির্বাচন কমিশন (Elecion Commission)। রাজ্য পুলিশেই আস্থা রেখেছে কমিশন। তাই শিলিগুড়িতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানো বড় চ্যালেঞ্জ পুলিশ ও প্রশাসনের।

লেটেস্ট ভিডিও