মধ্যবিত্তের ঘরে অন্যতম সবজি হল আলু। আলু ছাড়া বাঙালির হেঁশেল অসম্পূর্ণ। তাই খাবারের পাতে আলু চাই সকলের। কিন্তু মধ্যবিত্তের ঘরের এই অতি প্রয়োজনীয় সবজির দাম এখন আকাশছোঁয়া। এই আলু কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে আপামর বঙ্গবাসী। তবে এবার কম দামেই পাওয়া যাবে আলু পেঁয়াজ।
Last Updated: July 28, 2024, 19:43 IST