শীতের শুরুতেই ফুলবাজারে ১০-২০ শতাংশ দাম বাড়ার আশঙ্কা, তবু দুশ্চিন্তায় বিক্রেতারা

ভিন রাজ্যের গোলাপে ছেয়েছে বাজার! পাল্লা দিচ্ছে বাংলার গোলাপও! বিয়ের মরশুম এখন যেন রঙিন শীত জলপাইগুড়িতে! শীতের হাওয়া বইতেই জলপাইগুড়ির ফুলবাজারে ভিড় জমতে শুরু করেছে রঙিন রকমারি ফুল। চন্দ্রমল্লিকা, গোলাপ, রজনীগন্ধা ...শীতের প্রথম সপ্তাহেই একের পর এক ফুল এসে সাজিয়ে তুলছে বাজার।সামনে বিয়ের মরশুম, তাই স্বাভাবিকভাবেই বাড়ছে চাহিদা। তবে এই রঙিন ঋতুর মাঝেই বিক্রেতাদের মুখে খানিক চিন্তার ছাপ রয়েইছে। ফুল ব্যবসায়ীদের কথায়, এ বছর বর্ষার শেষ দিকের অতিবৃষ্টিতে বিভিন্ন অঞ্চলের ফুলবাগানের ব্যপক ক্ষতি হয়েছে। বহু জায়গায় জমে থাকা জলে নষ্ট হয়ে গিয়েছে ফুলের চারা। ফলে ফুলের উৎপাদন এসেছে কমে। এর সরাসরি প্রভাব পড়ছে আমদানিতে। কলকাতার আশপাশ থেকে শুরু করে নদিয়া, হুগলি, হাওড়া—সব জায়গা থেকেই এ বছর ফুল আসছে ঠিকই তবে আগের তুলনায় খানিক কম পরিমাণে। অন্যদিকেই ভিন রাজ্য থেকেও ফুলের রমরমা। বেঙ্গালুরু গোলাপ কিংবা বেঙ্গালুরু জিপসির চাহিদা রয়েছে বাজারে।

Last Updated: November 22, 2025, 17:34 IST
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: বিয়ের মরশুমে গোলাপ-রজনীগন্ধার দাম বাড়ছে! শীতের শুরুতেই ফুলবাজারে ১০-২০ শতাংশ দাম বাড়ার আশঙ্কা
advertisement
advertisement