ফসল বাঁচাতে বিদ্যুতের টাওয়ারের উপরে বিপজ্জনকভাবেই ঘাঁটি গাড়ছেন আলিপুরদুয়ারের কৃষকরা

Bangla Editor | News18 Bangla | 10:38:26 PM IST Nov 23, 2018

মাঠে ধান এখনও পাকেনি। আর আধপাকা ধানেই মই দিচ্ছে হাতির দল। সেই বিপদ ঠেকাতে গিয়েই আরও বড় বিপদ ডেকে আনছেন কৃষকরা। বিদ্যুতের টাওয়ারের উপর অস্থায়ী টং ঘর বা  নজরমিনার বানিয়ে  চলছে হাতির উপর নজরদারি। ফসল বাঁচাতে বিদ্যুতের টাওয়ারের উপরে বিপজ্জনকভাবেই ঘাঁটি গাড়ছেন আলিপুরদুয়ারের বীরপাড়া ব্লকের কৃষকরা।

লেটেস্ট ভিডিও