North 24 Parganas News- সাইবার সচেতনতায় বারাসত জেলা পুলিশের তরফে বিশেষ কর্মসূচি।

Bangla Digital Desk | News18 Bangla | 05:16:40 PM IST Dec 24, 2021

বারাসত, উত্তর ২৪ পরগনা : সাইবার সচেতনায় মানুষকে সচেতন করতে, দত্তপুকুর বুলবুল কমিউনিটি হলে, বারাসত জেলা পুলিশের বিশেষ কর্মসূচি। সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকার উপায় জানানো হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ইন্টারনেটে যা লেখা থাকে তার সবকিছু সত্য নয়, এমনটাই প্রচার করা হয় এইদিন। মহিলাদের নিরাপত্তা থেকে ব্যাংক প্রতারণা, সবটাই এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়। SDPO অনিমেশ রায়-র নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়  দত্তপুকুর থানার তরফ থেকে। এই অনুষ্ঠানে মোট ১৫০ জনকে ডাকা হয়। আগামী দিনে এই কর্মসূচি সর্বত্রই নেওয়া হবে। যেভাবে ইন্টারনেটের মাধ্যমে প্রতারণা দিনের পর দিন বেড়ে চলেছে, তাতে সাধারণ মানুষের সাবধান থাকাটা অত্যন্ত জরুরি। সেই কারণেই এই কর্মসূচি নেওয়া হয় দত্তপুকুর বুলবুল কমিউনিটি হলে। এই অনুষ্ঠানের ফলে আগামীদিনে অনেকটাই কমতে পারে এই ধরনের প্রতারণা মূলক ক্রাইম, আশাবাদী পুলিশ প্রশাসন থেকে পঞ্চায়েত গুলি।

লেটেস্ট ভিডিও