নদীদূষণ নিয়ে সচেতনতা, টেন রিভারস ওয়ান সী প্রোজেক্টে প্রচারে অ্যালেক্স বেলিনি

Bangla Editor | News18 Bangla | 01:43:53 PM IST Apr 01, 2019

দশ নদী, এক সমুদ্র। ইতালির নাগরিক অ্যালেক্স বেলিনি ঘুরে বেড়াচ্ছেন এই দশ নদীতে। বলছেন, সমুদ্রের গভীরে জমে থাকা জঞ্জালের কথা। যে আবর্জনা নদীর জলে মিশে, বইতে বইতে গিয়ে পড়ছে সমুদ্রে। পৃথিবী মাকে ঠেলে দিচ্ছে এক ভয়ঙ্কর বিপদের দিকে। এখনই যদি আমরা সবাই মিলে সচেতন না হই, তা হলে একদিন বিপন্ন হয়ে পড়বে এই সভ্যতা। বিশ্বের দশ নদীর ঘাটে ঘাটে ঘুরে, নৌকা বাইতে বাইতে সেই সচেতনার পাঠ পড়াচ্ছেন অ্যালেক্স। নিউজ এইটিন বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট।

লেটেস্ট ভিডিও