কর্নাটক ক্রাইসিস কী শেষের পথে? শনিবার থেকে নিখোঁজ দুই কংগ্রেস বিধায়কের খোঁজ মেলার পর অনেকটাই স্বস্তিতে ক্ষমতাসীন কুমারস্বামী সরকার। উলটে দিল্লিতে বিজেপি শিবির থেকে কয়েকজন বিধায়কের উধাও হওয়ার খবরে চাঞ্চল্য ছড়ায়।