বিহারে 'মেঘনাদ' বাহুবলীরা, কৌশল বদল শাহাবুদ্দিনদের

Bangla Editor | News18 Bangla | 12:12:45 PM IST Apr 21, 2019

আরে বাহুবলীরা কই ? বিহারে ভোট হচ্ছে, তাঁদের কিন্তু দেখা যাচ্ছে না। ভুল করছেন। আছে মশাই। সবার মতো তাঁরাও এবার কৌশল বদলেছেন ৷ ভোট বাজারে বিহার যেন বদলে গিয়েছে। একসময় ভোটবাজারে বাহুবলীদেরই ছিল রমরমা। এবার কোনও রাজনৈতিক দলই তাঁদের সরাসরি টিকিট দেয়নি। যেমন মাধেপুরায় টিকিট পাননি সাংসদ পাপ্পু যাদবও। রাগে ক্ষোভে দল ছেড়েছেন। তাতে কি বাহুবলীদের বাজার শেষ ? রাজনৈতিক কারবারিরা বলছেন, না মশাই। তাঁরা আছেন। অনেকটা মেঘনাদের মতো।

লেটেস্ট ভিডিও