শোলার সাজ আজ রীতিমত দামি। চাহিদা যত বাড়ছে। ততই কমছে যোগান। বিভিন্ন বিল, জলাশয়ে এখন নগরায়নের থাবা। আগের মত শোলা চাষ আজ আর সহজ নয়। বায়না এলেও তাই ছাড়তে হচ্ছে কাজ। শোলার অভাবে চরম সঙ্কটে কুমারটুলির শোলাশিল্পীরা।